ভোটের দুপুরে ‘কালীঘাট চলো’ ডাক, গণ অভ্যুত্থান’ চাইলেন শুভেন্দু, পাল্টা দিল তৃণমূল

ভোটের দুপুরে ‘কালীঘাট চলো’ ডাক, গণ অভ্যুত্থান’ চাইলেন শুভেন্দু, পাল্টা দিল তৃণমূল

 কলকাতা: রাজ্য পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই ‘কালীঘাট চলো’ ডাক দিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নন্দ নায়ক বাড়ের ৭৭ নম্বর বুথে ভোট দেওয়ার পরেই ‘চলো কালীঘাট, ইটগুলো খুলি’ বলে হুঙ্কার দেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবিও জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে পতাকা নিয়ে, পতাকা ছাড়া যা করার করতে হয় করব। 

এদিন শুভেন্দু বলেন,  রাজ্যে শান্তি ফেরানোর দু’টি পথ রয়েছে। ৩৫৬ বা ৩৫৫ অনুচ্ছেদ জারি করে নির্বাচন অথবা জনগণের অভ্যুত্থান। শুভেন্দু বলেন, ‘‘এখন দুটো রাস্তা আছে। এক জনগণের অভ্যুত্থান। চলো কালীঘাট। ইটগুলো খুলি। গুলি করুক। প্রথম দশ-বিশ জন মরবে। আমি থাকতে রাজি আছি। তার পরে বাংলার দশ কোটি লোক বেঁচে যাবে। আর দ্বিতীয় ৩৫৬ অথবা ৩৫৫ করে নির্বাচন।’’ প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। তবে এখনও পর্যন্ত তাঁর দাবি মেনে কোনও পদক্ষেপই করেনি কেন্দ্রীয় সরকার।

শুভেন্দুর মন্তব্যে পাল্টা জবাব দেবন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘‘হার নিশ্চিত বুঝতে পেরে গিয়েই এই সব বলছে। এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করার আগে মণিপুর নিয়ে দিল্লির দাদাদের সঙ্গে কথা বলা উচিত শুভেন্দুর।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *