এবার যাদবপুরে যাচ্ছেন শুভেন্দু, বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চিঠি পাঠাবেন UGC-কে

এবার যাদবপুরে যাচ্ছেন শুভেন্দু, বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চিঠি পাঠাবেন UGC-কে

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য৷ এই ঘটনায় জুড়েছে রাজনীতির রং-ও৷ এবার   যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার অর্থাৎ ১৮ অগাস্ট নদিয়ায় বগুলায় মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন আরও দশ-পনেরো জন বিজেপি বিধায়ক। নিহত ছাত্রের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ছাত্রমৃত্যুর প্রতিবাদে বিধানসভা উত্তাল করার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। ইউজিসি-কে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার জন্যেও চিঠি পাঠাবেন তিনি।

শুভেন্দু সাফ বলেন, ‘‘আমি ব্রাত্য বসুকে বলছি ভাল করে পড়াশোনা করে আসুন। অ্যাকশন টেকেন রিপোর্ট (পড়ুয়া মৃত্যুর পর কী কী পদক্ষেপ করা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট) আপনাকে দিতে হবে। নয়ত হাউস চালাতে দেব না।” ইউজিসি কি পরিদর্শনে আসবে? এ প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বক্তব্য, এ রাজ্যে আসার ক্ষেত্রে সুরক্ষা-নিরাপত্তার ভয় থাকতে পারে৷ তাঁর কথায়, “যেহেতু আমি বিরোধী দলনেতা তাই আমার অধিকার আছে ইউজিসিকে জানানো। চেয়ারম্যানের কাছে চিঠি লিখব যাতে দ্রুত এ রাজ্যে দল পাঠানো হয়।”

যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইউজিসির কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। ঘটনার রিপোর্টও জমা দিতে বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়কে। যাদবপুরের তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছে, তাতে সন্তুষ্ট ইউজিসি। সেই কারণেই রাজ্যে আসার কথা থাকলেও আর আসেননি তাঁরা। তবে ইউজিসি যাতে যাদবপুরে আসে, সেই জন্য চিঠি লিখবেন শুভেন্দু। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =