শিখ জাতিকে শ্রদ্ধা করি, খলিস্তানি-পাকিস্তানি বলার কী দরকার! ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু

শিখ জাতিকে শ্রদ্ধা করি, খলিস্তানি-পাকিস্তানি বলার কী দরকার! ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু

Sikhs

কলকাতা: সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীদের পথে বাধা দেওয়া পাগড়ি পরিহিত আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। যার বিরুদ্ধে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ  রাজনীতিতে ঝড় উঠতেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, তিনি বা তাঁর সঙ্গীদের মধ্যে কেউই এই ধরনের কোনও মন্তব্য করেননি। তাঁর বক্তব্য, শিখদের তিনি সম্মান করেন। নিজের বক্তব্যের সমর্থনে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শিখদের ভূমিকার কথা তিনি তুলে ধরেন। যদিও তৃণমূলের একাংশের দাবি, বিষয়টি সংবেদনশীল বুঝতে পেরেই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছেন বিরোধী দলনেতা।

Sikhs

এদিন কর্তব্যরত আইপিএস অফিসার যশপ্রীত সিং, এসএস (আইবি)-কে লক্ষ্য করে ‘খলিস্তানি’ মন্তব্য ধেয়ে আসে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। অভিযোগ, সেই মন্তব্যটি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এ কথা শোনার পর ক্ষোভ প্রকাশ করেন যশপ্রীতকে। এবার ড্যামেড কন্ট্রোলের চেষ্টা শুভেন্দুর৷ তিনি বলেন,‘‘পাকিস্তানি-খলিস্তানি এ সব কিছুই বলার দরকার নেই আমাদের। ওই অফিসার রূঢ় ব্যবহার করছিলেন৷ উনি মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়াতে চাইছেন। আমি বা আমাদের সঙ্গীরা কেউই ওঁর ধর্মকে আক্রমণ করে কিছু বলিনি। আর বলবও না।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =