‘নির্যাতিত’দের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধরনায় শুভেন্দু, পাশে তাপস-কৌস্তভরা

কলকাতা: লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা৷ এই অভিযোগে, সোচ্চার বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই ঘটনার প্রতিবাদেই ‘নির্যাতিত’দের সঙ্গে নিয়ে…

BJp dharna

কলকাতা: লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা৷ এই অভিযোগে, সোচ্চার বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই ঘটনার প্রতিবাদেই ‘নির্যাতিত’দের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধরনায় বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর জন্য অবশ্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে৷ অবশেষে কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে তাঁকে ধরনায় বসার অনুমতি দেয়।

 

রবিবার সকাল ১০ টা নাগাদ ধরনায় বসেন শুভেন্দু৷  তাঁর সঙ্গে ধরনা মঞ্চে যোগ দেন ‘দলবদলু’ তাপস রায় এবং কৌস্তভ বাগচী। এছাড়াও ধরণায় বসেন রুদ্রনীল ঘোষ, অসীম সরকার-সহ দলের বেশ কয়েকজন নেতা। আদালতের নির্দেশ মেনে ৩০০ জন দলীয় কর্মী যোগ দিয়েছেন এই ধরনায়৷