‘মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে’! রাজ্যপালকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর

‘মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে’! রাজ্যপালকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর

 

কলকাতা: বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেই রাজ্যপালের কাছে বিস্ফোরক অভিযোগ তুলে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী৷ রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু৷ তাঁকে ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু৷ রাজ্যপালকে পাঠানো চিঠিতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টার অভিযোগ তুলে প্রাশাসনকে তুলেছেন কাঠগড়ায়৷

বিধায়ক পদ থেকে ইস্তফার পর রাজ্যপালকে পাঠানো শুভেন্দুর বিস্ফোরক চিঠি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা৷ শুভেন্দুর পাঠানো চিঠি প্রকাশ করে রাজ্যপাল তাঁর অবস্থান জানিয়েছেন৷ রাজ্যপালকে পাঠানো চিঠিতে গুরুত্বরক অভিযোগ তোলা হয়েছে৷ শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীদের অনৈতিকভাবে মামলা দায়ের করা হচ্ছে বলে তোলা হয়েছে অভিযোগ৷ চিঠি প্রকাশ্যে এনে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও রাজ্য এবং কলকতা পুলিশকে ট্যাগ করে লিখেছেন, শুভেন্দু অধিকারী আমার হস্তক্ষেপ কামনা করেছেন৷ যাতে পুলিশ  এবং প্রশাসন তাঁকে ও তাঁর রাজনৈতিক সহযোগীদের ফৌজদারি মামলা দেওয়া থেকে বিরত থাকে৷

 

শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ পুলিশকে কাজে লাগিয়ে এই কাজ করা হচ্ছে বলেও তোলা হয়েছে অভিযোগ৷ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে বলেও তোলা হয়নি চাঞ্চল্যকর অভিযোগ৷ চিঠিতে শুভেন্দু লিখেছেন, ‘‘আমাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া চেষ্টা হচ্ছে৷ পুলিশ প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসা মুলক আচরণের লিপ্ত হচ্ছে৷’’ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু৷  লিখেছেন, ‘‘জনস্বার্থে আমি মন্ত্রিত্ব ত্যাগ করেছি৷ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে৷’’ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যপালকে লেখা শুভেন্দুর চিঠি ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *