ক্ষমতায় এলেই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার! ৫০০-র বদলে মাসে ২ হাজার দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

ক্ষমতায় এলেই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার! ৫০০-র বদলে মাসে ২ হাজার দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

293c8f6cddfbd7f2b7ef9d83d6df1d9c

তমলুক: রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বরাবরই বক্রোক্তি করে এসেছে গেরুয়া শিবির। কিন্তু এবার সেই রাজ্য সরকারের প্রকল্পের অনুকরণেই নয়া প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণার ভাণ্ডারের আনার কথা জানালেন নন্দীগ্রামের বিধায়ক। যেখানে ৫০০ টাকার বদলে মাসে মিলবে ২ হাজার টাকা। পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে এমনই প্রতিশ্রুতি বিরোধী দলনেতার৷  এনিয়ে গেরুয়া শিবিরকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার ফুলিয়ার জনসভা থেকে রাজ্য়ের বিরোধী দলনেতার আশ্বাস, ‘‘বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। এই প্রকল্পে মাসে মাসে ২০০০ টাকা করে পাবেন রাজ্যের মা-বোনেরা৷ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই প্রকল্প কার্যকর করা হবে।” একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে শাসক দলকে একহাত নেন বিজেপি নেতা। তাঁর কথায়, “লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ধমকাচ্ছে ভাইপো। ৫০০ টাকা তো দেয়, সেটাও আবার চলে যায় লটারির দোকানে।” 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে শুভেন্দু আরও বলেন, “পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে ভাইপো লটারি।” অভিষেককে একহাত নিয়েই রাজ্যে বদল আনার ডাক দেন  শুভেন্দু। তিনি বলেন, “আপনারা বিজেপিকে পঞ্চায়েতে জেতান। সেমি ফাইনালে বিজেপির ১৮’র জায়গায় ৩৬ হবে। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে যাবে৷’’ একা শুভেন্দু নন, একই প্রতিশ্রুতি শোনা গিয়েছে রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও।

বিজেপি’র প্রচারে চুপ নেই অভিষেকও৷ তিনি বলেন, “যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পর বিজেপি বলেছিল, মাসে ৫০০ টাকা ভিক্ষা দেওয়া হচ্ছে, সেই নেতারাই এখন বলছেন, তাঁরা ক্ষমতায় এলে ৫০০র বদলে দু’হাজার টাকা করে দেবেন। সেই ভিক্ষাতুল্য প্রকল্প এখন ভগবানের প্রসাদের মতো। তাই তা নিয়ে এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাহলেই বুঝে দেখুন কেমন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *