মন বদলালে তাঁর ব্যাপার, এ ব্যাপারে কিছু বলার নেই! শুভেন্দু প্রসঙ্গে সৌগত

চরম অস্বস্তির মধ্যে কার্যত হাল ছেড়ে দিয়েছেন সৌগত। 

কলকাতা: গতকাল রাতের একটা বৈঠক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। উত্তর কলকাতার এক বাড়িতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের তত্ত্বাবধানে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী, তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সৌগত রায় সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই রয়েছেন, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তবে এই দাবি করে এখন চরম অস্বস্তিতে তিনি। কারণ ইতিমধ্যেই স্বয়ং শুভেন্দু অধিকারী তাকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন, তিনি এই বৈঠক নিয়ে অসন্তুষ্ট, কেন বৈঠকের কথা এই ভাবে তাকে না জানিয়ে সংবাদমাধ্যমকে জানানো হলেও সেই নিয়োগ প্রশ্ন তুলেছেন শুভেন্দু। এখন চরম অস্বস্তির মধ্যে কার্যত হাল ছেড়ে দিয়েছেন সৌগত। 

এদিন সংবাদমাধ্যমের সামনে এসে সৌগত রায় বলেন, গতকাল তিনি যা বলেছিলেন, সত্য এবং নিষ্ঠার সঙ্গে বলেছিলেন। এখন যদি সুভেন্দু অধিকারি নিজের মন বদলে ফেলেন, তাহলে বাকি যা বলার সেটা তিনি সংবাদমাধ্যমকে জানাবেন। এ বিষয়ে তিনি এখন আর কিছু বলতে পারবেন না বলে স্পষ্ট জানান তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। একই সঙ্গে তিনি বলেন, বৈঠকের পরে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক করার কথা ছিলই। এখন তিনি যদি নিজের মত পাল্টে ফেলেন, তাহলে সেই বিষয়ে যা বলার তাঁকেই বলতে হবে। 

এদিকে সূত্রের খবর, বৈঠকের কথা সংবাদমাধ্যমে জানানোর পরে সৌগত রায়ের ওপর প্রবল অসন্তুষ্ট হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি তাকে মেসেজ করে স্পষ্ট জানিয়েছেন, এইভাবে সংবাদমাধ্যমে সবকিছু জানিয়ে দেওয়া একেবারেই অনুচিত হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, এইভাবে একসঙ্গে কাজ করা মুশকিল। তার বক্তব্যের এখনো সমাধান করা হয়নি, তার আগেই সংবাদমাধ্যমকে সব জানানো হয়েছে। আগামী ৬ ডিসেম্বর তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু তাঁর অভিযোগ, সমাধান সূত্র বের না করেই সব তাঁর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে! এই পরিস্থিতিতে এককথায় বলা যায়, গতকাল রাতের বৈঠক ‘সফল’ হওয়ার পরেও, দুপুরে ছন্দপতন ঘটেছে। প্রসঙ্গত, গতকাল রাতে উত্তর কলকাতার একটি বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে বৈঠকে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়। প্রায় দুই ঘণ্টার কাছাকাছি বৈঠক হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় সব ধন্দ মিটে গেছে, বৈঠক ইতিবাচক হয়েছে। সেই খবরের পরেই কার্যত ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। তবে এখন এই খবর প্রকাশ্যে আসায় আবারো সুর চড়িয়েছে বঙ্গ গেরুয়া শিবির। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + six =

বরফ গলেনি! মঙ্গলে-বৈঠক, বুধে ‘অসন্তুষ্ট’ শুভেন্দু! চাপে সৌগত!

সূত্রের খবর, বৈঠকের কথা বাইরে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।

 

কলকাতা: শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর গতকাল প্রথম দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী, পুরো বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। হাইভোল্টেজ এই বৈঠকের পর তৃণমূল সাংসদ জানান, জল্পনা কেটে গিয়েছে, বৈঠক ইতিবাচক। একইসঙ্গে দাবি করেন, শুভেন্দু তৃণমূলী থাকছেন, সমস্যা নেই। কিন্তু এই দাবি করেই এখন প্রবল চাপে পড়ে গিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সূত্রের খবর, বৈঠকের কথা বাইরে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। কারণ আদতে বৈঠক নিয়ে তিনি সন্তুষ্ট নন।

সৌগত রায়ের দাবির পর কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল অত্যুৎসাহী বিজেপি। কারণ শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর জল্পনার তীব্র হয়েছিল তিনি বিজেপিতে যোগদান করবেন। এমনকি বিজেপির তরফ হয়ে তাকে দলে আহ্বান পর্যন্ত জানানো হয়। তাই গতকালের বৈঠকের পর তৃণমূলের দাবিতে আরো একবার রাজ্যের শাসকদলের স্বস্তি ফিরে এসেছিল। তবে ২৪ ঘন্টার মধ্যেই যে আবারো অসস্তি বেড়ে যাবে তা হয়তো বুঝতে পারেননি দলের কেউ। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বৈঠকের আগে তিনি নাকি জানতেন না সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর আসবেন। তাই বৈঠকে ঢুকে তিনি অবাক হয়ে যান, যদিও সেই সময় কিছু বলেননি। কিন্তু বৈঠক নিয়ে তিনি যে অসন্তুষ্ট, সেটা প্রকাশিত হয়েছিল। যদিও দলের তরফে এখন বলা হচ্ছে বৈঠক নাকি ইতিবাচক। এই ব্যাপারটাই ভালো ভাবে নিচ্ছেন না শুভেন্দু অধিকারী। এমনকি ব্যক্তিগতভাবে তিনি সৌগত রায়কে এ ব্যাপারে জানিয়েছেন বলেও সূত্রের খবর। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব তার পরেও সৌগত রায় আশাবাদী হয়ে বলেছিলেন, শুভেন্দু তৃণমূলেই আছেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তাই গতকালের বৈঠক ব্যাপকভাবে তাৎপর্যপূর্ণ ছিল বঙ্গ রাজনৈতিক মহলের জন্য। কিন্তু সেই বৈঠক থেকেও যে আশানুরূপ ফল পাওয়া যাবে না তা প্রথমে বোঝা যায়নি।

প্রসঙ্গত, গতকাল রাতে উত্তর কলকাতার একটি বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে বৈঠকে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়। প্রায় দুই ঘণ্টার কাছাকাছি বৈঠক হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় সব ধন্দ মিটে গেছে, বৈঠক ইতিবাচক হয়েছে। সেই খবরের পরেই কার্যত ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। তবে এখন এই খবর প্রকাশ্যে আসায় আবারো সুর চড়িয়েছে বঙ্গ গেরুয়া শিবির। তারা দাবি করেছে, সৌগত রায়ের কথা তারা মানেন না। আবারো শুভেন্দু অধিকারীকে নিয়ে নতুন জল্পনা সৃষ্টি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + fourteen =