Rajib
কলকাতা: পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন তিনি। পঞ্চায়েত মামলায় কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে। হাই কোর্টের নির্দেশকে চ্যালঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিনহা৷ সেই আশঙ্কা থেকেই আগাম ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। ফলে রাজীব মামলা করলে উভয় পক্ষের বক্তব্য শুনতে হবে শীর্ষ আদালতকে। (Rajib)
পঞ্চায়েত ভোটের সময় থেকেই রাজীবের সঙ্গে শুভেন্দুর সংঘাতের সূত্রপাত। গ্রাম বাংলার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল, তাতে কমিশনার রাজীবের যোগ্যতা নিয়ে বার বার প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। এমনকি,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ধামাধারী’ বলেও কটাক্ষ করতেও ছাড়েননি তিনি৷ সেই সময়ই হাই কোর্টে রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করেছিলেন শুভেন্দু। সেই মামলাতেই গত সপ্তাহে একটি রুল জারি করে উচ্চ আদালত৷
শুভেন্দুর মামলার প্রেক্ষিতেই রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। গত ১৩ অক্টোবর এই রুল জারি করা হয়৷ এর ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবব সিনহাকে সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হবে। জানাতে হবে, কেন তিনি আদালতের নির্দেশ অমান্য করেছিলেন৷
কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজীব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন ধরে নিয়েই আগাম ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। এর ফলে রাজীব সুপ্রিম কোর্টে মামলা করলেও, উভয় পক্ষের বক্তব্যও শুনতে হবে সুপ্রিম কোর্টকে।