পঞ্চায়েত নির্বাচনের একদিন আগেও আদালতে শুভেন্দু, নালিশ কমিশনের বিরুদ্ধে

পঞ্চায়েত নির্বাচনের একদিন আগেও আদালতে শুভেন্দু, নালিশ কমিশনের বিরুদ্ধে

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

কলকাতা: হাতে আর এক দিনও বাকি নেই৷ রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন গ্রামবাংলায়৷ ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সারা৷ ভোট যজ্ঞের জন্য তৈরি রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য প্রশাসন। সেই আবহে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ নির্বাচনের ২৪ ঘণ্টা আগে ফের নালিশ নিয়ে হাজির। নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, তাঁর গতিবিধির উপর নিয়ন্ত্রণ করছে রাজ্য নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার কাঁথি থানা থেকে শুভেন্দুকে জানানো হয়, পঞ্চায়েত নির্বাচনের দিন নিজের এলাকা ছেড়ে তিনি অন্যত্র যেতে পারবেন না৷ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশেই বিরোধী দলনেতাকে এ কথা জানানো হয়। এ প্রসঙ্গে বৃহস্পতিবার কাঁথি থানার পক্ষল থেকে শুভেন্দু অধিকারীকে একটি চিঠিও পাঠানো হয়। এর পরেই আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। কাঁথি পুলিশের ওই চিঠিকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্ত আদালতের দ্বারস্থ শুভেন্দু৷

কাঁথি পুলিশের এই পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশেই৷ কিন্তু শুভেন্দুর অভিযোগ,  চিঠি দিয়ে কাঁথি পুলিশ তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজ বেলা ১টায় এই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি রয়েছে। যদিও কয়েকদিন আগেই প্রত্যেকটি জেলায় নির্বাচনী অফিসার এবং জেলাশাসকের কাছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। তাতে জানানো হয়, রাজ্য অথবা কেন্দ্রের নিরাপত্তা পান এমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ভোটের দিন নিজের বুথের বাইরে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরে বেড়াতে পারবেন না। কিন্তু প্রার্থীর ক্ষেত্রে এই কড়াকড়ি ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =