suvendu adhikari
কলকাতা: কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের আবেদন৷ হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন তাঁরা। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। তাঁদের সঙ্গে কোনও দলীয় কর্মী বা সমর্থক যাতে পারবেন না৷ এটা আগে নিশ্চিত করতে হবে।
সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, সন্দেশখালির নির্দিষ্ট কিছু জায়গায় যেতে পারবেন শুভেন্দু আধিকারী। আদালতের নির্দেশ পেয়েই মঙ্গলবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন শুভেন্দু। তবে ধামাখালিতেই তাঁকে আটকে দেওয়া হয়। শুভেন্দু জানান, এক ঘণ্টা তিনি ধামাখালিতে অপেক্ষা করবেন। এর পরেও পুলিশ তাঁকে এগোতে না দিলে, তিনি হাই কোর্টের দ্বারস্থ হবেন।