Police Blockade
শিলিগুড়ি: উত্তরকন্যা যাওয়ার পথে পুলিশি বাধা৷ আটকানো হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথ। কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী এবং বিজেপির অন্যান্য সদস্যকে নিয়ে উত্তরকন্যার উদ্দেশে যাচ্ছিলেন শুভেন্দু৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাঁদের বাধা দেয় পুলিশ৷ শুরু হয় বচসা৷ ওখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কেন তাঁদের উত্তরকন্যায় যেতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি৷ (Police Blockade)
শুভেন্দুর অভিযোগ Police Blockade
শুভেন্দুর অভিযোগ, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত উত্তরবঙ্গের মানুষ। তিনি এখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন। কিন্তু পুলিশের বাধায় এগোতে পারছেন না৷ পুলিশ জানায়, এই মুহূর্তে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণে উত্তরকন্যায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, ‘‘সুদে আসলে এর বদলা নিতে না পারলে আমার নাম শুভেন্দু নয়। আমি মমতাকে (বিধানসভা ভোটে) হারানো লোক। ওঁকে প্রাক্তন করে ছাড়ব। পৃথিবী গোল।’’