উত্তরকন্যা যাওয়ার পথে শুভেন্দুকে পুলিশের বাধা, ‘প্রাক্তন করে ছাড়ব’ পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার

উত্তরকন্যা যাওয়ার পথে শুভেন্দুকে পুলিশের বাধা, ‘প্রাক্তন করে ছাড়ব’ পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার

Police Blockade

শিলিগুড়ি: উত্তরকন্যা যাওয়ার পথে পুলিশি বাধা৷ আটকানো হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথ। কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী এবং বিজেপির অন্যান্য সদস্যকে নিয়ে উত্তরকন্যার উদ্দেশে যাচ্ছিলেন শুভেন্দু৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাঁদের বাধা দেয় পুলিশ৷ শুরু হয় বচসা৷ ওখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কেন তাঁদের উত্তরকন্যায় যেতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি৷ (Police Blockade)

শুভেন্দুর অভিযোগ Police Blockade

শুভেন্দুর অভিযোগ, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত উত্তরবঙ্গের মানুষ। তিনি এখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন। কিন্তু পুলিশের বাধায় এগোতে পারছেন না৷ পুলিশ জানায়, এই মুহূর্তে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণে উত্তরকন্যায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, ‘‘সুদে আসলে এর বদলা নিতে না পারলে আমার নাম শুভেন্দু নয়। আমি মমতাকে (বিধানসভা ভোটে) হারানো লোক। ওঁকে প্রাক্তন করে ছাড়ব। পৃথিবী গোল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =