Joy Shri Ram
কলকাতা: কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো নামেও পরিচিত৷ বিজয়ায় সেখানে দেখা গেল সাউন্ড সিস্টেমে জোড় ভলিউমে বাজছে ‘রামনাম’। আর ডিজে মিউজিকের সঙ্গে নাচছে জনতা। মানুষের মধ্যে দেখা গেল স্বতঃস্ফূর্ত উন্মাদনা৷ আর সেই ভিডিয়ো টুইট করে তৃণমূলকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ৷
সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর ভিডিয়ো টুইট করে শুভেন্দু বলেন, ‘‘এটা উত্তরপ্রদেশ বা বিহারের ভিডিয়ো নয়। এটা আমাদের বাংলা। গতকাল মা দুর্গার বিসর্জনের শোভাযাত্রায় এই দৃশ্য গোটা বাংলাজুড়েই ধরা পড়েছে। ভগবান রামকে শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত আয়োজকদের ধন্যবাদ জানাই। বাংলা সঠিক পথেই রয়েছে। জয় শ্রীরাম।” শুভেন্দু এর থেকে বোঝাতে চেয়েছেন যে, রামের প্রতি বঙ্গবাসীর কোনও বিতৃষ্ণা নেই। বরং তাঁরা রাম নামেই মত্ত৷
LoP @SuvenduWB got one thing right: the scenes are not from UP, but from Bengal, where, unlike the @BJP4India-ruled states, people have the right to freedom of speech and expression; the right to freely profess, practice and propagate any religion they please.
In Bengal, we… https://t.co/WIIdC5ftu8
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 25, 2023
এর কয়েক ঘণ্টা পরেই শুভেন্দুকে পাল্টা জবাব দেয় তৃণমূল৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন, দৃশ্যটা উত্তরপ্রদেশ কিংবা বিহারের নয়, বাংলার। বিসর্জনে এটা খুবই চেনা ছবি৷ এখানে মানুষের বাক্স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। অবাধে নিজের ধর্মপালনের স্বাধীনতা আছে। যা বিজেপি শাসিত রাজ্যগুলিতে নেই।” শুভেন্দুকে তোপ দেগে কুণাল আরও বলেন, ‘‘বাংলার মানুষ বিশ্বাস করে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য আমরা আমাদের উৎসবে সাম্প্রদায়িকতার রং লাগাই না।”