‘‌আরামবাগ কেন্দ্রে কারচুপি করে জিতেছে তৃণমূল’‌, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

কলকাতা: ২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন৷ বিজেপি পেয়েছে ১২টি আসন এবং কংগ্রেস জিতেছে ১টি আসনে। ফল প্রকাশের পরই কারচুপির অভিযোগ…

Shubhendu Adhikari Bengal politics

কলকাতা: ২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন৷ বিজেপি পেয়েছে ১২টি আসন এবং কংগ্রেস জিতেছে ১টি আসনে। ফল প্রকাশের পরই কারচুপির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা৷ কিন্তু, ফল প্রকাশের এতদিন পর হঠাৎ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, আরামবাগ লোকসভা কেন্দ্রে কারচুপি করে জিতেছে তৃণমূল।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ট্যাবুলেশন সিট তুলে ধরে এই দাবি করেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘‌আরামবাগে জয়ের ব্যবধান ৬৩৯৯। এখানে ভোট চুরি হয়েছে। অ্যাসিসটেন্ট রিটার্নিং অফিসারের টেবিলে যে ট্যাবুলেশন সিট থাকে, যেখানে প্রাথমিক গণনা লিখে রাখেন কাউন্টিং এজেন্টরা৷ সেখানেই গড়মিল হয়েছে৷ হরিপালের ২৩৬ নম্বর বুথে তৃণমূল পেয়েছিল ২৫২ ভোট। বিজেপি পেয়েছিল ২৫৪ ভোট। কিন্তু অদ্ভূতভাবে কম্পিউটার রুম থেকে নির্বাচন কমিশনের সাইটে এই তথ্য তোলার সময় দেখা গেল ২৩৬ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৫২ ভোট এবং বিজেপি ভোট পেয়েছে ২৫৪ ভোট।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *