সুশান্ত-মৃত্যু কোনও ভাবেই ভোটের ইস্যু নয়, বললেন বিজেপির ফড়নবিশ

কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল, বিহারের বিধানসভা নির্বাচনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘিরে তৈরি হওয়া আবেগকেই ইস্যু করতে চাইছে বিজেপি। কিন্তু সম্প্রতি সেই অভিযোগ অস্বীকার করে বিহারে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত দেবেন্দ্র ফডণবীস বললেন, অভিনেতার মৃত্যু বিহারের বিধানসভা ভোটের কোনও ‘ইস্যু’ নয়। পাশাপাশি সুবিচার যতদিন না মিলছে ততদিন পর্যন্ত দম ফেলবে না বিজেপি এমনটাই সাফ জানালেন তিনি।

বিহার: কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল, বিহারের বিধানসভা নির্বাচনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘিরে তৈরি হওয়া আবেগকেই ইস্যু করতে চাইছে বিজেপি। কিন্তু সম্প্রতি সেই অভিযোগ অস্বীকার করে বিহারে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত দেবেন্দ্র ফডণবীস বললেন, অভিনেতার মৃত্যু বিহারের বিধানসভা ভোটের কোনও ‘ইস্যু’ নয়। পাশাপাশি সুবিচার যতদিন না মিলছে ততদিন পর্যন্ত দম ফেলবে না বিজেপি এমনটাই সাফ জানালেন তিনি।

বিহারের পাটনা থেকেই বলিউডে জায়গা করতে চেয়েছিলেন সুশান্ত। অভিযোগ, সেই কথা মাথায় রেখে বর্তমানের জ্বলন্ত ইস্যু এখন সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্ত। দেখা গিয়েছে এর মধ্যেই বিহারের বেশ কয়েকটি জায়গায় সাংস্কৃতিক শাখা ‘কলা সংস্কৃতি মঞ্চ’ এর পক্ষ থেকে সুশান্তের ছবি-সহ ব্যানার ছেড়েছে বিজেপি। এমনকি সুশান্তের ছবি দেওয়া মাস্ক বিতরণও শুরু করতে চলেছে দল। এই সমস্ত ব্যানারে সুশান্তের ছবি ট্যাগ লাইন হিসাবে লেখা হয়েছে, 'না ভুলে হ্যায়, না ভুলনে দেঙ্গে।”

এদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, “যেভাবে সুশান্তের মামলা চলছিল, তাতে কেউ বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন না। এটা কোনও নির্বাচনী ইস্যু নয়, এটা সাধারণ মানুষের ইস্যু। সুবিচার না পাওয়া পর্যন্ত বিজেপি লড়াই চালিয়ে যাবে।” অন্যদিকে বিরোধীদের মতে, সুশান্তের মৃত্যুকে ইস্যু করে বিহারে ‘আবেগ ভোট’ টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় সংগঠনের শীর্ষস্তরেও অভিনেতার মৃত্যু নিয়ে বিচারের দাবি জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায়ও বিজেপির সমস্ত নেতামন্ত্রীদের প্রকাশ্যে আসছে রোজ। রাজনৈতিক মহলের একাংশ জানিয়েছেন, দায়িত্ব পাওয়ার পর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথম বিহার সফরেই সুকৌশলে সেই 'আবেগ’ উসকে দেওয়ার কাজ সেরে রাখলেন ভোট আদায়ের জন্যে।

অন্যদিকে, বিহারের এনডিএ জোটে চিরাগ পাসোয়ানের সিদ্ধান্তে কিছুটা বিপাকে পড়েছে বিজেপি। আসন বণ্টন নিয়ে বিজেপি ও জে়ডিইউয়ের সঙ্গে এলজেপির বর্তমানে মান অভিমানের পালা চলছে। গতকাল, শুক্রবার রামবিলাস পাসোয়ান বলেছেন, জোটের বিষয়ে তাঁর ছেলে চিরাগ যে সিদ্ধান্ত নেবেন, তাতেই সম্মতি দেবেন তিনি। সূত্রের খবর, আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে চলেছেন চিরাগ। সেই ব্যাপারে অবশ্য মনযোগী নন ফডণবীস। এব্যাপারে সমসত জল্পনাকে অস্বীকার করে তিনি বলেন আসন্ন নির্বাচনে তিনটি দল জোটবদ্ধ ভাবেই লড়াই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =