‘দাদাসাহেব ফালকে’ সম্মান দেওয়া হবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে?

গোটা দেশ জুড়ে সুশান্তের ভক্ত ও তাঁর পরিবারের আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশে মৃত্যু মামলা যায় সিবিআই এর হাতে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে সুশান্তের বান্ধবি রিয়া চক্রবর্তী ও পরিচালক মহেশ ভাটের। কিন্তু এসবের মধ্যে একটু অন্য ধাঁচের খবর প্রকাশ্যে এল, সামনের বছর আয়োজিত দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুশান্ত'কে সম্মান জানানো হবে।

 

মুম্বই: গত ১৪ জুন অভিনেতা সুশান্তের মৃত্যুর পর অতিক্রান্ত হয়েছে ২ মাসেরও বেশি সময়। মৃত্যু নিয়ে তৈরি হয়েছে একাধিক জটিলতা। মুম্বই পুলিশ প্রাথমিক ভাবে সুশান্তের মৃত্যু তদন্ত শুরু করেছিল। সুশান্তের বাবা কেকে সিং বিহার থানায় মামলা করেন৷  বিহার পুলিশও এই মামলার তদন্তে জড়িয়ে পড়ে। এরপর গোটা দেশজুড়ে সুশান্তের ভক্ত ও তাঁর পরিবারের আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশে মৃত্যু মামলা যায় সিবিআইয়ের হাতে। এই ঘটনায় নাম জড়িয়েছে সুশান্তের বান্ধবি রিয়া চক্রবর্তী ও পরিচালক মহেশ ভাটের। কিন্তু এসবের মধ্যে একটু অন্য ধাঁচের খবর প্রকাশ্যে এল, সামনের বছর আয়োজিত দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুশান্তকে সম্মান জানানো হবে।

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে সুশান্ত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পেয়েছিল। সুশান্তের প্রতি সম্মান জানাতেই এই ছবি বিনামূল্যে সকলের উদ্দেশ্যে মুক্তি দেওয়া হয়েছিল। রেকর্ড গড়ে এই ছবি সর্বাধিক দর্শক সক্রিয়তা অর্জন করেছে। মোবাইলে দেখা ওটিটি প্লাটফর্মের ছবি গুলির মধ্যে এই ছবি শীর্ষস্থান দখল করেছে। পেয়েছে সর্বাধিক ভিউ। সমাজে সামগ্রিক অবদান রাখার জন্য সম্প্রতি মরণোত্তর সময়ে সুশান্ত সিং রাজপুত'কে ক্যালিফোর্নিয়ার রাজ্য পরিষদ কর্তৃক সম্মানিত করা হয়েছে। এবার তাঁকে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করার ঘোষণা করা হল। বিখ্যাত পাপারাজ্জি ভাইরাল ভায়ানি এই খবর তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রকাশ করলেন।

সম্প্রতি অভিনেতা সুশান্তের মৃত্যুর দিন তাঁর সঙ্গে একজন ড্রাগ ব্যবসায়ীর যোগাযোগ হওয়ায়, তদন্ত নয়া মোড় নিয়েছে। এদিকে গতকাল রিয়া চক্রবর্তী তাঁর সঙ্গে মহেশ ভাটের কথোপথন নিয়ে সংবাদ মাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যেসমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে তা বানানো হচ্ছে। রিয়া উল্লেখ করেছেন, তিনি মহেশের মেয়ের বয়সী। বাবার মতো মনে করেন মহেশকে। তাই মহেশের থেকে পরামর্শ নিতেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন রিয়া, কারণ তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। তাঁদের নিয়ে যে সমস্ত অশালীন খবর রটানো হচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =