‘এক বছরের মধ্যে সমস্ত শূন্যপদ ভরতে হবে’, ব্রিগেডে আওয়াজ তুললেন সূর্য

বাম নেতার আর্জি, “কে কোন ঝান্ডা ধরে দেখবেন না, মানুষের কাছে পৌঁছোনোই আমাদের লক্ষ্য।”

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে জড়ো হয়েছেন  বাম-কংগ্রেস নেতৃত্ব। জোট চূড়ান্ত না হলেও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF) নেতা  আব্বাস সিদ্দিকী ও তাঁর সমর্থকরাও আজ ভিড় করেছেন রবিবাসরীয় ব্রিগেডে। মাঠ ভরতি দর্শকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে চিরাচরিত কর্মসংস্থানের দাবি তুললেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। 

এক বছরের মধ্যে রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ব্রিগেড থেকে এদিন এমনটাই দাবি করলেন সূর্যকান্ত মিশ্র। আর এই কাজ করার জন্য সরকারে বিকল্প আনা চাই। জেলায় জেলায় রাজ্যের স্বার্থে শিল্প গড়ে তোলার দাবিও জানিয়েছেন প্রবীন এই  বাম নেতা। এদিন তিনি বলেন, “লড়াইটা খালি ব্রিগেডের নয়, মানুষের কাছে পৌঁছোতে হবে, তাঁদের কথা শুনতে হবে। মানুষ সমালোচনা করলে তা মাথা পেতে নিতে হবে, ঔদ্ধত্য দেখালে চলবে না।”

ব্রিগেডের মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রকল্পের সমালোচনাও শোনা যায় সূর্যকান্ত মিশ্রের বক্তব্যে। ‘দিদিকে বলো’ থেকে শুরু করে ‘দুয়ারে সরকার’, সবকিছুকেই কটাক্ষে বিদ্ধ করেন তিনি। তাঁর কথায়, “আমাদের মুখ্যমন্ত্রী শুরু করলেন দিদিকে বলো। বলে বলে শেষ হয়ে গেল, তারপর উনি বললেন ঘরে ঘরে চলো।”  তৃণমূল নেত্রীর ভুলে তাঁর গোটা দলটাই বিজেপিতে পরিণত হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বাম নেতা। তাই তৃণমূল বিজেপির বিকল্প পথের দাবি করেছেন তিনি। তিনি বলেছেন, “আমাদের এমন সরকার চাই যেখানে মানুষ কথা বলবে, কী হবে তা আমরা কয়েকজন ক্ষমতায় বসে ঠিক করবো না।”

এবারে বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বামফ্রন্ট। জোটের কথা চলছে আইএমএফের সঙ্গেও। এ প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, “আমরা বোঝাপড়ায় এসেছি, কিন্তু আমাদের ঐক্য যথেষ্ট নয়। আপনারা দেখবেন না কে কোন ঝান্ডা ধরে। খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছোনোই আমাদের সকলের উদ্দেশ্য।” বাম নেতার ডাকে কতটা সাড়া মিলবে বাংলায়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =