এ যেন যুদ্ধক্ষেত্র! সন্দেশখালিতে আর কী কী চমক দেখতে বাকি থাকল?

এ যেন যুদ্ধক্ষেত্র! সন্দেশখালিতে আর কী কী চমক দেখতে বাকি থাকল?

imagesmissing

নিজস্ব প্রতিনিধি: এই বছরের শুরুর দিকেই খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালি। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর বেনজির হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা। এরপর দীর্ঘদিন বেপাত্তা থাকার পর গ্রেফতার হন শাহজাহান। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির গোটা তদন্ত সিবিআই হাতে নেওয়ার পরই গ্রেফতারের সংখ্যা বাড়তে থাকে। আর সেখান থেকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা, এমনটাই সূত্রের খবর।

এই পরিস্থিতিতে শুক্রবার সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারার মধ্যে সিবিআই এবং এনএসজি অভিযান চালিয়ে যেভাবে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করল তা দেখে মনে হচ্ছে সন্দেশখালি যেন ছোটখাটো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তাই প্রশ্ন উঠছে সন্দেশখালি থেকে আর কী কী দেখার বাকি রইল? নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ বহু আগেই উঠেছে সেখানে। এছাড়া বছরের পর বছর ধরে গ্রামবাসীদের জমি দখল করে সেগুলিকে ভেড়িতে পরিবর্তন করে ব্যাপক মুনাফা লুটেছেন শাহজাহানের অনুগামীরা, এমনটাই অভিযোগ। এখানেই শেষ নয়, দিনের পর দিন গ্রামের মহিলাদের কাজ করিয়ে তাঁদের সামান্য পারিশ্রমিক পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। এই আবহের মধ্যে দেশের নিরাপত্তা ক্ষেত্রের গর্ব এনএসজি কমান্ডোদের নামতে হল সন্দেশখালিতে। নামানো হল বিশেষ প্রযুক্তিতে তৈরি রোবট, যা উদ্ধার করল বিস্ফোরক। নির্বাচনী পর্বের মধ্যে এই দৃশ্য দেখে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য তথা গোটা দেশে। এরপরেও তৃণমূল গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। উল্টোদিকে বিজেপি ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলকে আক্রমণ করছে। স্বাভাবিকভাবেই বাকি পাঁচ পর্বের নির্বাচনী প্রচারে সন্দেশখালির এই সমস্ত ঘটনা প্রবলভাবে যে উঠে আসবে তা নিয়ে সন্দেহ নেই। 

আরও অনেক কিছু দেখার আছে সন্দেশখালিতে, এমনটাই মনে করে ওয়াকিবহাল মহল। অর্থাৎ পুরো সিনেমা শেষ না হওয়া পর্যন্ত সন্দেশখালি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোধহয় নেওয়া যাবে না। বাংলাদেশ সীমান্তবর্তী এই অঞ্চলে ইডি আধিকারিকদের উপর হামলা না হলে, আর গোটা ঘটনার তদন্ত সিবিআই না করলে এত কিছু জানাই যেত না। যত দিন যাচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক অপরাধের ঘটনা বেরিয়ে আসছে সন্দেশখালি থেকে। এখন একটাই প্রশ্ন, এর শেষ কোথায়? অবশ্যই এর উত্তর রয়েছে সময়ের গর্ভে।

 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *