ভারতের কোনও অংশকে ‘পাকিস্তান’ বলতে পারেন না, বিচারপতিদের সুপ্রিম নির্দেশ Supreme Court warns judges

Supreme Court warns judges নয়াদিল্লি: কোনও বিষয়ে মন্তব্য করার আগে সতর্ক থাকুন৷ অযাচিত কোনও মন্তব্য করবেন না৷ দেশের বিচারক ও বিচারপতিদের সতর্ক করল সুপ্রিম কোর্ট। বুধবার…

Supreme Court warns judges

Supreme Court warns judges

নয়াদিল্লি: কোনও বিষয়ে মন্তব্য করার আগে সতর্ক থাকুন৷ অযাচিত কোনও মন্তব্য করবেন না৷ দেশের বিচারক ও বিচারপতিদের সতর্ক করল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, কোনও ধর্মীয় সম্প্রদায় এবং নারীবিদ্বেষী মন্তব্য যেন কেউ না করেন। কোনও মন্তব্য করার আগে ভেবেচিন্তে করবেন। সম্প্রতি বেঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত একটি এলাকাকে কর্নাটক হাই কোর্টের এক বিচারপতি ‘পাকিস্তান’ বলে মন্তব্য করে বসেছিলেন৷ তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা করে। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেন প্রধান বিচারপতি৷ (Supreme Court warns judges)

Supreme Court
সুপ্রিম কোর্ট

পাঁচ বিচারপচির বেঞ্চ Supreme Court warns judges

এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট বলেন, ‘‘আপনি দেশের কোনও অংশকেই ‘পাকিস্তান’ বলতে পারেন না। এই ধরনের মন্তব্য দেশের মৌলিক ভৌগোলিক সংহতির বিরোধী৷’’ পাঁচ বিচারপতির এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, সূর্য কান্ত এবং হৃষিকেশ রায়৷

chandrachur1
ডিওয়াই চন্দ্রচূড়

আরও পড়ুন-

মাওবাদী নির্মূলের লক্ষ্যে ফের ডেডলাইন দিলেন শাহ! 

সাবধান হয়ে যান বিকৃত মনস্করা! 

ফের বিতর্কে তিরুপতির লাড্ডু! চাঞ্চল্যকর অভিযোগ!

পুজোয় আসবে পদ্মার ইলিশ! 

 

 National: The Supreme Court of India cautions judges against making unwarranted comments, emphasizing the importance of thoughtful speech to maintain national unity. Recent remarks by a Karnataka High Court judge sparked this advisory.