কেজরিওয়ালের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনবেই না সুপ্রিম কোর্ট, রবিবারই ফিরবেন জেলে?

নয়াদিল্লি: জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ কিন্তু তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন…

নয়াদিল্লি: জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ কিন্তু তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনল না শীর্ষ আদালত৷ মামলাটি তালিকাভুক্ত করতেই রাজি নন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।

 

 

লোকসভা ভোট শেষ হলেই ফের তিহাড়ে ফিরতে হবে কেজরিওয়ালকে। কারণ ১ জুন অর্থাৎ ভোটের শেষদিন পর্যন্তই দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সর্বোচ্চ আদালত৷ জামিনের মেয়াদ ফুরনোর আগেই মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন কেজরিওয়াল। শারীরিক অবস্থার কারণ দর্শিয়ে আরও ৭ দিন জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে আপাতত কোনও লাভ হল না৷

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানিয়ে দিয়েছেন, জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন জানাতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *