supreme court
নয়াদিল্লি: বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি৷ দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন এ রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মচারীরা৷ তবে সেই আর্জি খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। শুক্রবার সকালে সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা।
প্রথমে ডিএ মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে৷ উচ্চ আদালত মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দেয়৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় আন্দোলনকারীরা৷ কিন্তু বারবার পিছিয়ে গিয়েছে শুনানি৷ গত ৩ নভেম্বর দশম বারের জন্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। ২০২২ সালের ৩ নভেম্বর সুপ্রিমকোর্টে ডিএ মামলা দায়ের হয়। প্রথম শুনানি ছিল ২৮ নভেম্বর। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। ওই দিনই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মামলার পরবর্তী শুনানি হবে ৫ ডিসেম্বর৷ পরে রাজ্য সরকার আইনজীবী বদল করে৷ দায়িত্ব দেওয়া হয় অভিষেক মনু সিঙঘভির উপর৷ এর পর থেকেই নানা কারণে শুনানি পিছিয়ে চলছে৷ একের পর এক তারিখ দেওয়া হলেও শুনানি করা হয়নি। গত ১৪ জুলাই নবম বার শুনানি পিছিয়ে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ৩ নভেম্বর। কিন্তু ওই দিনও শুনানি হয়নি৷ এমতাবস্থায় সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল৷ সেই আদেবনও খারিজ হয়ে গেল৷