supreme court
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আপাতত স্থগিত কামদুনি মামলার শুনানি। কামদুনিকাণ্ডে মৃতার ভাই সুপ্রিম কোর্টে পৃথক ভাবে এসএলপি জমা করেন। আট অভিযুক্তের পাশাপাশি রাজ্য সরকারকেও এই মামলায় জবাবদিহি করতে হবে বলে আবেদন জানান তিনি। মঙ্গলবার সকালে শুরু হয় মামলার শুনানি৷ মামলাকারীকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে মামলার সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশও দিয়েছেন বিচারপতি বিআর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ।
এর আগে, কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। সেই সময় অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই কথাও আজ উল্লেখ করে সুপ্রিম কোর্ট৷
গত বছর গত ৬ অক্টোবর ২০১৩ সালের কামদুনি গণধর্ষণ মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। এই মামলায় নিম্ন আদালতে যাদের ফাঁসির সাজা দিয়েছিল, বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তাদের সাজা রদ করে দেয় । শুধু তাই নয়, যেসব অভিযুক্তদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল নগর দায়রা আদালত, তাদেরও বেকসুর খালাস করা হয়। আদালত জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ না থাকায় এই রায় দেওয়া হয়েছে। এই রায়ের প্রতিবাদে কামদুনি আন্দোলনের প্রথম সারিতে থাকা মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন৷