বন্ধ স্কুল, লাটে মিড-ডে মিল! রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্ট

বন্ধ স্কুল, লাটে মিড-ডে মিল! রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: করোনা আতঙ্কে বন্ধ দেশের সমস্ত শিক্ষাকেন্দ্রে৷ স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছে সরকার৷ গতরাতে বাতিল হয়েছে সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ কিন্তু, করোনা আতঙ্কে স্কুল-কলেজ বন্ধ হলেও বর্তমানে কী অবস্থা স্কুলগুলির মিড-ডে মিল?জানতে চেয়ে রাজ্যগুলিকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশজুড়ে স্কুল-কেলজ বন্ধ হয়ে যাওয়ায় কার্যত লাটে উঠেছে মিড-ডে মিল ব্যবস্থা৷ ছুটির কারণে রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিলের পরিস্থিতি জানতে বুধবার স্বতঃপ্রণোদিতভাবে এই নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ আদালত৷

দেশজুড়ে করোনা আতঙ্ক বাড়তে থাকায় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বভাবতই লাটে উঠেছে মিড-ডে মিল পরিষেবা৷ দিনে অন্তত একবেলা পড়ুয়াদের খাবারের ব্যবস্থাও অনিশ্চিত হয়ে পড়েছে৷

আর সেই আশঙ্কা থেকে মিড-ডে মিলের বর্তমান হাল জানতে চেয়ে রাজ্যগুলিকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ৷ মূলত ওই নোটিসে বন্ধ স্কুলগুলির পড়ুয়াদের কীভাবে মিড-ডে দেওয়া যেতে পারে, তা জানতে চাওয়া হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =