আরজি কর মামলা: লাইভ স্ট্রিমিংবন্ধের আর্জি রাজ্যের, মানল না সুপ্রিম কোর্ট

মুম্বই: সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে চলছে সওয়াল-জবাব।  রাজ্যের…

supreme court RG Kar

মুম্বই: সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে চলছে সওয়াল-জবাব।  রাজ্যের তরফের সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল। তবে গীতা লুধরার বদলে আজ জুনিয়র চিকিৎসকদের হয়ে লড়ছেন ইন্দিরা জয়সিং৷ এদিন শুরুকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের বিষয়টি।

মঙ্গলবার রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি জানান। নিজের আর্জির ব্যাখ্যাও দেন তিনি৷ সিব্বল বলেন, “এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের একটা রেপুটেশন (ভাবমূর্তি) রয়েছে। আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি। ধর্ষণ এবং অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে।”

 

যদিও রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, লাইভ স্ট্রিমিং হবেই। নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে৷ প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করার কথা বলতে পারব না। এটা জনস্বার্থ মামলা।”