supreme court
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে স্বস্তিতে গৌতম আদানি৷ হিন্ডেনবার্গ মামলায় সিট গঠনের নির্দেশ দিল না শীর্ষ আদালত৷
সেবির বিধি ভেঙে শেয়ারের দর বাড়ানোর অভিযোগ উঠেছিল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতে সেবিরই অভ্যন্তরীণ তদন্তের উপর ভরসা রাখল সুপ্রিম কোর্ট। বুধবার এইমামলার শুনানি চলার সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, কোনও অসমর্থিত রিপোর্ট (হিন্ডেনবার্গ রিপোর্ট)-এর উপর ভরসা করে জাতীয় স্তরের নিয়ন্ত্রক সংস্থার তদন্তে সন্দেহ প্রকাশ যথাযথ নয়। খুব বেশি হলে ওই রিপোর্টকে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে দেখা যেতে পারে। প্রামাণ্য নথি হিসাবে নয়। সেই সঙ্গে হিন্ডেনবার্গের রিপোর্টের ভিত্তিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিট গঠনের দাবিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।