কৃষি আইনের কমিটিতে ‘সরকারপন্থী’ সদস্যরা! প্রশ্ন তুললেছেন বিদ্রোহী কৃষকরা

কৃষি আইনের কমিটিতে ‘সরকারপন্থী’ সদস্যরা! প্রশ্ন তুললেছেন বিদ্রোহী কৃষকরা

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। আন্দোলন পরবর্তী মামলার জেরে নয়া কৃষি আইন স্থগিত রাখার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। গঠিত হয়েছে কমিটি৷ এবার সেই কমিটি নিয়ে গুরুতর প্রশ্ন বিদ্রোহী কৃষকদের৷

কৃষি আইন এবং কৃষকদের আন্দোলনের বিষয়ে তদারকি করার জন্য একটি কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। ৪ সদস্য বিশিষ্ট এই কমিটি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কৃষকদের যাবতীয় নালিশ, অভিযোগ শুনবে এবং এ ব্যাপারে সরকারের বক্তব্যও শোনা হবে। এরপর এ বিষয়ে পরামর্শ দেবে সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগপত্র শুনে  ৪ সদস্যবিশিষ্ট কমিটি তৈরি করে আদালত। কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, উক্ত ৪ জন নাকি একসময় কৃষি আইনের সমর্থন করতে দেখা গিয়েছিল, অভিযোগ কৃষকদের৷

পাঞ্জাব কৃষকদের ইউনিয়নের তরফ থেকে এদিন এই কমিটি এবং তার সদস্যদের মধ্যস্থতা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।  তারা বলেছে, “আমরা এই কমিটিকে মানছি না। এই কমিটির সকল সদস্যই সরকারের সমর্থক। এঁরা আইনগুলিকে সমর্থন করে আসছিলেন।” বস্তুত, সুপ্রিম কোর্ট নির্দেশিত ওই কমিটির সদস্যরা হলেন, ভারতীয় কিষাণ ইউনিয়ন এবং সর্বভারতীয় কিষাণ কো-অর্ডিনেটর কমিটির প্রেসিডেন্ট ভুপিন্দর সিং মান, কৃষি বিষয়ক অর্থনীতিবিদ ডঃ প্রমোদ কুমার যোশী, কৃষি বিষয়ক কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা অর্থনীতিবিদ অশোক গুলাটি এবং শেতকারি সঙ্ঘটনার প্রধান অনিল ঘানওয়াট। এই চারজনই ইতিপূর্বে কৃষি আইনের সমর্থনে মুখ খুলেছিলেন।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রক পর্ষদের সদস্য ছিলেন অশোক গুলাটি। তিনি সর্বভারতীয় সংবাদপত্রে কৃষি আইনকে সমর্থন জানিয়ে নিজের লেখা প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এদিন অনিল ঘানওয়াট সংবাদমাধ্যমের কাছে জানান, “কৃষি ক্ষেত্রে সংস্কারের দরকার আছে। চাষীদের নিজেদের পণ্য বাজারে বিক্রি করার অধিকার রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *