সুশান্ত মৃত্যু মামলায় CBI তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

মুম্বই: সুশান্ত ভক্তদের আশায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। অভিনেতার আত্মহত্যার তদন্তে সিবিআই হস্তক্ষেপের দাবি উঠছিল বহুদিন থেকেই। শুধু ভক্তরা নন, অনেক সেলেব্রিটিরাও সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন করেছিলেন। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছিল চিঠিও। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, অভিনেতার মৃত্যু মামলায় সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হবে না।

 

মুম্বই: সুশান্ত ভক্তদের আশায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। অভিনেতার আত্মহত্যার তদন্তে সিবিআই হস্তক্ষেপের দাবি উঠছিল বহুদিন থেকেই। শুধু ভক্তরা নন, অনেক সেলেব্রিটিরাও সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন করেছিলেন। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছিল চিঠিও। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, অভিনেতার মৃত্যু মামলায় সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হবে না।

আরও পড়ুন- জীবন বদলে দিয়েছেন অনুষ্কা, ফের স্ত্রী’র প্রশংসায় পঞ্চমুখ বিরাট

সুশান্তের ভক্ত এবং আরও অনেক সেলিব্রিটি তাঁর আত্মহত্যার তদন্তের বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। অলকা প্রিয়া নামে সুশান্তের এক অনুরাগী অভিনেতার আত্মহত্যার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য আবেদন জানায় সুপ্রিম কোর্টে। এই নিয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেন তিনি। কিন্তু আদালতের তরফে এদিন সেই মামলা খারিজ করে দেওয়া হয়। দেশের সর্বোচ্চ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় মুম্বই পুলিশকে তাদের কাজ করতে দেওয়া হোক। মামলাকারীকে এও বলা হয়, দেশে বিচারব্যবস্থার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই মতো যেন তিনি চলেন। যদি তাঁর কিছু বলার থাকে তবে তিনি যেন বম্বে হাইকোর্টে যান, এমনও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিকে সুশান্তের দিদি শ্বেতা কীর্তি সিং সিবিআই তদন্ত সম্পর্কে নিজের বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন যে মুম্বই পুলিশ মামলার তদন্ত করছে। তা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার। তাই পরিবারের তরফে এখনই সিবিআই তদন্তের দাবি তোলা হচ্ছে না।

আরও পড়ুন- রিয়ার বিরুদ্ধে FIR, আগাম জামিনের আবেদন করতে পারেন সুশান্তের বান্ধবী

তবে এই মামলাটি খারিজ হয়ে গেলেও সুপ্রিম কোর্টে সুশান্তকে নিয়ে আরও একটি মামলা রয়েছে। সেটি দায়ের করেছেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। দিন দুই আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় মঙ্গলবার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। রিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেন তিনি। মামলাটি নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাটনা পুলিশের একটি চার সদস্যের দল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তাঁর আইনজীবী সতীশ মানেশিন্ডে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেন সুশান্তের বাবা কে কে সিং। এর পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন রিয়া। তবে পালটা কোনও অভিযোগ তিনি দায়ের করেননি। সুপ্রিম কোর্টকে রিয়া আর্জি জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে বিহারের মামলাটি যেন মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়। এই নিয়েই লিখিত আবেদন পেশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 12 =