কলকাতা: রাজনীতির আঙিনায় এখন জোর চর্চায় ডিসেম্বর৷ ডায়মন্ড হারবারের সভায় গিয়ে ডিসেম্বরে লাড্ডু বিলি করার কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর মন্তব্যে জল্পনার পারদ চড়েছে। জোর চর্চা তিনটি তারিখ নিয়ে৷ যা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতারা। কী হবে ১২, ১৪ ও ২১ ডিসেম্বর? শুভেন্দু অবশ্য বাংলার মানুষকে অপেক্ষা করতে বলেছেন৷ কিন্তু, চর্চা থামছে কই! তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিস্তর কাটাছেঁড়া।
আরও পড়ুন- গরুপাচারকাণ্ডে ফের জেল হেফাজত অনুব্রতর, CBI-এর তথ্য দেখে বিচারক বললেন, আমি বিস্মিত!
এ নিয়ে মন্তব্য করেন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি৷ এই প্রসঙ্গে ফেসবুকে একটি ‘পোস্ট’ও করেছেন তিনি। সেখানে তাঁর দাবি, ‘১২ তারিখ বিয়ে বাড়ি, ১৪ তারিখ বউ ভাত আর ২১ তারিখ হানিমুন।’ শুভেন্দুর কথার প্রেক্ষিতেই তিনি এমনটা বলেছেন বলে দাবি সুপ্রকাশের। তবে তৃণমূল কটাক্ষে গুরুত্ব না দিয়ে, ডিসেম্বর নিয়ে সুর চড়িয়েই যাচ্ছে বিজেপি।
সুপ্রকাশের পোস্ট দেখে পাল্টা দেন পূর্ব মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি অসীম মিশ্র৷ তিনি বলেন, ‘বিয়ে বাড়ি হবে পুলিশের কাছে, আর হানিমুন হবে সিবিআই-ইডির কাছে।’ নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিয়ে বাড়ি হল জেরা, বউ ভাত হল কোর্টে পেশ করা আর হানিমুন হল জেরার পর জেল হেফাজত।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>