রবিবাসরীয় আকাশে জ্বলজ্বল করবে ‘সুপারমুন’, ভারতে দেখা যাবে কখন?

এটাই বছরের প্রথম সুপারমুন, জানিয়েছে নাসা

নয়াদিল্লি: আজ দোলপূর্ণিমা। চলতি বছরের এই তৃতীয় পূর্ণিমাটি কিন্তু আর পাঁচটা পূর্ণিমার থেকে খানিক আলাদা। অন্তত তেমনটাই জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা। কেন? কারণ আজ বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আকাশে।

কী এই ‘সুপারমুন’? আর কিছুই নয়, সুপারমুন হল চাঁদ। কিন্তু বাকি পূর্ণিমা তিথি গুলিতে যে পূর্ণচন্দ্র দেখা যায় আকাশে, আজকের চাঁদের আকার হবে তার চেয়েও বেশ খানিকটা বড়। আর তাই এই পূর্ণিমা বা ‘ফুলমুন’-এর নাম ‘সুপারমুন’। গোটা বছরের সবচেয়ে বড় আর সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখা যাবে আজকের রাতের আকাশে, জানিয়েছেন ন্যাশানাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)-এর আধিকারিকরা।

কেন আজকের চাঁদের এই রূপ দেখা যাবে? বিজ্ঞান বলছে পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথ ধরে প্রদক্ষিণ করতে করতে আজ চাঁদ চলে আসবে পৃথিবীর সবচেয়ে কাছে। ফলে তাকে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে অনেকটাই বড় আকারে। এই ‘সুপারমুন’-এর সময়ে আসলে চাঁদ আর সূর্য থাকবে একে অপরের ঠিক বিপরীতে। ফলে চাঁদের আলোও হবে উজ্জ্বল।

বছরের প্রথম এই সুপারমুনকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট উন্মাদনা ছড়িয়েছে বিজ্ঞানী তথা কৌতূহলী মহলে। নাসার তরফে এক বিবৃতির মাধ্যমে বলা হয়েছে রবিবার রাতে ভারতীয় সময় ১২:১৮ মিনিটে সবথেকে বড় আর জ্বলজ্বলে দেখা যাবে চাঁদকে। মার্চ মাসের পূর্ণিমাকে সাধারণত ‘ওয়ার্ম মুন’ (worm moon) বলা হয় পশ্চিমের দেশগুলিতে। কারণ শীতের শেষে এই পূর্ণিমা আসে। সুপারমুন প্রসঙ্গে নাসার এক আধিকারিক গর্ডন জনস্টন লিখেছেন, “গত কয়েক দশক ধরে সুপারমুন বিষয়টি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর এই এবছরটা খানিক আলাদা। এবছর একটা নয়, দুই থেকে চারটি সুপারমুন দেখা যেতে পারে পৃথিবীর আকাশ থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =