রাতের আকাশে দেখা দিল ব্লু মুন, বিরল এই দৃশ্য দেখেছেন? আজ রাতেও রয়েছে চমক

রাতের আকাশে দেখা দিল ব্লু মুন, বিরল এই দৃশ্য দেখেছেন? আজ রাতেও রয়েছে চমক

Blue Moon

কলকাতা:  চাঁদ এখন ভারতের৷ চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে রোভার-এর চাকা এঁকে দিয়েছি অশোকস্তম্ভোর প্রতীক৷ তবে চাঁদকে নিয়ে মানুষের মনের উৎকন্ঠা কমেনি এতটুকুও৷ পৃথিবীর মাটি থেকেই দূরবীনে ধরা দিচ্ছে পৃথিবীর আত্মজা৷ বুধবার রাতে দেশের বেশ কিছু শহর থেকে দেখা গিয়েছে সুপার ব্লু মুন৷ যা খুবই বিরল মহাজাগতিক দৃশ্য৷ আশ্চর্যজনক এই দৃশ্য দেখতে বহু মানুষ বাইরে ভিড় করেছিলেন৷ আপনি দেখেছেন নাকি? মিস করে থাকলে দেখে নিন ছবি।  

 

 

ব্লু মুন

বিহারের রাজধানী পাটনার আকাশ থেকে দেখা গিয়েছে খুবই সুন্দর নীল রঙের চাঁদ৷ শুধু চাঁদই নয়৷ এদিন উজ্জ্বল অবস্থায় শনিগ্রহকেও দেখা গিয়েছে। এদিকে, দিল্লি ও মুম্বই থেকেও দেখা গিয়েছে সুপার ব্লু মুন। রাতের আকাশে ব্লু মুন নিয়ে দেশবাসীর মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে৷  বিজ্ঞানীরা আগেই জানিয়েছেন, ৩১ অগাস্ট অর্থাৎ আজ রাতেও দেশের নানা প্রান্ত থেকে দেখা যাবে এই নীল চাঁদ। 

পূর্ণিমা, সুপারমুন এবং ব্লু মুন, এক সঙ্গে তিনটি মহাজাগতিক ঘটনাকে একত্রে বলা হচ্ছে সুপার ব্লু মুন৷ এটি একটি বিরল ঘটনা। তাই একে নিয়ে মানুষের মধ্যে কৌতূহলও এত বেশি৷ সুপার ব্লু মুন মানেই আরও বেশি বড় ও উজ্জ্বল চাঁদ। সেই চাঁদের টানে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন খোলা আকাশে চাঁদের খোঁজ পেতে। চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি থাকার সময়েই এই ঘটনাটি ঘটে। চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকায় এটি আকারে বড় এবং উজ্জ্বল দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =