চিকিৎসাকেন্দ্রের বাইরে একসঙ্গে সানি ও ডিম্পল, ক্যামেরা দেখামাত্রই অস্বস্তিতে দু’জনে

চিকিৎসাকেন্দ্রের বাইরে একসঙ্গে সানি ও ডিম্পল, ক্যামেরা দেখামাত্রই অস্বস্তিতে দু’জনে

sunny deol

মুম্বই: বলিউডে সানি দেওল এবং ডিম্পল কপাডিয়ার প্রেম এক ওপেন সিক্রেট। শোনা যায়, সানির সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাজেশ খান্নার সঙ্গে দাম্পত্যে চিড় ধরেছিল ডিম্পলের৷ ১৯৮৪ সালে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে অভিনয় করার সময়ই একে অপরের কাছে আসেন সানি ও ডিম্পল৷ এর পর আরও অনেক ছবিতে একসঙ্গ দেখা গিয়েছে তাঁদের৷ তবে সানি ও ডিম্পলের প্রেমের খবর পৌঁছে যায় অভিনেতার স্ত্রী পূজার কানেও৷ তিনি বাড়ি ছাড়ার হুমকি দিলে পারিবারিক টানাপোড়েনে পরেন ধর্মেন্দ্র-পুত্র৷ পরিণতি পায়নি ডিম্পলের সঙ্গে তাঁর প্রেম৷ তবে তাঁদের যোগাযোগ এখনও বহাল৷

কখনও বিদেশে, কখনও আবার মুম্বইতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের৷  ‘গদর ২’-এর সফল্যের পর এক প্রযোজকের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল সানি-ডিম্পলকে। এবার তাঁদের দেখা গেল স্বাস্থ্য কেন্দ্রে৷ তবে পাপারাৎজিদের মুখোমুখি হতেই অস্বস্তিতে পড়েন দু’জনে৷ জানা গিয়েছে, এই দিন একসঙ্গে চোখ দেখাতে গিয়েছিলেন তাঁরা৷ তবে শাটারবাগদের সামনে দেখেই তড়িঘড়ি আদালা গাড়িতে উঠে যে যার মতো রওনা দেন দুই তারকা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =