বাবা হলেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী, পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী সোনম

বাবা হলেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী, পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী সোনম

sunil chhetri 

কলকাতা: বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সোনম।  সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগী মহলে। যদিও ডেঙ্গিকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন সুনীলজায়া। এদিকে, নাতি হওয়ায় দারুণ খুশি দাদু সুব্রত ভট্টাচার্য। বেঙ্গালুরুর একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন সোনম।

গত মাসে মোহনবাগান ক্লাবে এসেছিলেন সুনীল৷ সেই সময় তিনি নিজে সন্তান আগমনের খবর জানিয়েছিলেন। কিন্তু প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আগামী সেপ্টেম্বর মাসে তিনি বাবা হতে চলেছেন। কিন্তু, অগাস্টের একেবারে শেষদিনেই সুখবর শোনালেন সোনম৷ 

গত ১২ জুন আন্তঃমহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করার পরই জার্সির ভেতরে বল পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে গিয়েছিলে সুনীল। দেখা যায়, স্টেডিয়ামের সেই দিকেই বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বনও ছুড়ে দেন ফুটবল অধিনায়ক। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দেন সুনীলকে। সেই সময়ই বিষয়টি খানিকটা আন্দাজ করা গিয়েছিল৷

ম্যাচের পর সুনীল খোলাখুলিই বলেন, “আমাদের পরিবার বাড় হতে চলেছে। এ ভাবেই ঘোষণাটা করতে চেয়েছিলাম। এই উচ্ছ্বাস অবশ্য খুবই পুরনো। অনেকেই আগে করেছে। তবু আমি এটাই করতে চেয়েছিলাম। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।” 

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর কাছেই থাকতে চেয়েছিলেন সুনীল৷ সেই কারণে জাতীয় দল থেকেও ছুটি নিয়েছিলেন তিনি। সে কারণে ডুরান্ড কাপেও বেঙ্গালুরুর হয়ে মাঠে নামেননি তিনি। সুনীলকে বাদ দিয়েই কিংস কাপের দল ঘোষণা করেন ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 9 =