নিট পরীক্ষার আগের দু’দিন লকডাউন বাংলায়, চিন্তায় বহু পরীক্ষার্থী

রাজ্য প্রশাসন সরাসরি কোনও ব্যবস্থা না নিলেও ১৩ তারিখ মেট্রো চলাচল করার আবেদন করেছিল। আর সেই আবেদনেই সাড়া দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে এদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সময়ে মোট ৩৩ জোড়া মেট্রো চলবে শহরে। এর ফলে অনেকটাই স্বস্তি পেয়েছে পড়ুয়ারা।

 

কলকাতা: আগামী ১৩ সেপ্টেম্বর, রবিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা৷ কিন্তু শুক্রবার ও শনিবার ১১ ও ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পর পর দুদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে৷ ফলে নিট পরীক্ষার আগে দু’দিনের লকডাউনে বিপাকে পড়েছেন দূরবর্তী অঞ্চলের পরীক্ষার্থীরা৷ কেননা তাঁদের বেশিরভাগকে দ্বিগুণ গাড়ি ভাড়া খরচা করতে হবে পরীক্ষা কেন্দ্রে আসতে গেলে। এই পরিস্থিতিতে ১৩ তারিখ মেট্রো পরিষেবা চালু থাকলেও সড়ক যন্ত্রণায় পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে৷ ফলে, পরীক্ষাকেন্দ্র পৌঁছতে পরীক্ষার্থীদের লকডাউনে ছাড় দেওয়া হোক বলেও মত প্রকাশ করছেন অভিভাবকদের একাংশ৷

রাজ্য প্রশাসন সরাসরি কোনও ব্যবস্থা না নিলেও ১৩ তারিখ মেট্রো চলাচল করার আবেদন করেছিল। আর সেই আবেদনে সাড়া দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে এদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সময়ে মোট ৩৩ জোড়া মেট্রো চলবে শহরে। এর ফলে অনেকটাই স্বস্তি পেয়েছে পড়ুয়ারা।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী জানিয়েছেন, শুধুমাত্র পড়ুয়া ও তাঁর অভিভাবকদের জন্যেই এদিন পরিষেবা দেওয়া হবে। তাই অ্যাডমিট কার্ড দেখালে তবেই মেট্রোয় উঠতে পারবে পরীক্ষার্থী ও তাঁর অভিভাবকেরা। সেক্ষেত্রে স্মার্টকার্ড ব্যবহার করে মেট্রোয় চড়া যাবে। স্মার্টকার্ড না থাকলে কাউন্টার থেকে পাওয়া যাবে কাগজের টিকিট।

অন্যদিকে, অতিমারী পরিস্থিতিতেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা পরিমাণে না বাড়ানোয় প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী। তাদের দাবি, করোনা পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে পর্যাপ্ত জায়গা না থাকলে সোশ্যাল ডিস্টেন্স মানা সম্ভব হবে না। তার জন্যে দরকার পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র। কিন্তু সেদিকেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। পাশাপাশি মাত্র একদিনেই নিট পরীক্ষা নেওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রে ভিড় যে হবে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে ভিড় এড়াতে আলাদা আলাদা রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − two =