তীব্র দহন জ্বালায় এগোল গরমের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?

তীব্র দহন জ্বালায় এগোল গরমের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?

imagesmissing

কলকাতা: প্রবল গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য৷ গ্রীষ্মের দাবদাহে অস্থির এ রাজ্যর মানুষ৷ নাজেহাল অবস্থা কচিকাচাদেরও৷ এরই মধ্যে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা৷ পরিস্থিতি বিবেচনা করে আরও এগিয়ে আনা হল স্কুলে গ্রীষ্মের ছুটি৷ ২২ এপ্রিল থেকেই রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিল শিক্ষাদফতর। তীব্র গরমের জেরে স্কুলে যাওয়া-আসা করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের৷ তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত৷

রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৬ মে থেকে। কিন্তু গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা লাফিয়ে বাড়তে শুরু করেছে। বুধবার রাজ্যের ১৪টি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। রবিবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আলিপুর হাওয়া দফতর।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকেই ছুটি শুরু হয়ে যাবে৷  বেসরকারি স্কুলগুলিও যাতে ওই দিন থেকেই ছুটি দিয়ে দেয়, সেই অনুরোধ করা হয়েছে৷ মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকার নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানেই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর৷ ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গেলে নির্ধারিত সময়ের অন্তত ১৫ দিন আগে স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ হয়ে যাবে। কবে স্কুল খুলবে, সেটাও অনিশ্চিত। কারণ, মে মাসেও গরমের দাপট প্রায় একই রকম থাকবে৷ ফলে স্কুল খোলার পর সিলেবাস শেষ করানোর ক্ষেত্রে শিক্ষকদের উপর বাড়তি চাপ তৈরি হবে বৈকি৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *