কলকাতা: এবার সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি নিয়ে শুরু হয়েছে চরম বিভ্রান্তি। মাধ্যমিক পরীক্ষার জন্য চলতি বছরের গরমের ছুটি কমতে পারে বলে জানা গিয়েছে সূত্রে। কিন্তু এখনও এ নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ। যথারীতি এই বিষয়ে সরব হয়েছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। অবিলম্বে গরমের ছুটির বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়েছেন তারা।
গত বছর ডিসেম্বর মাসে ২০২১ সালের সম্ভাব্য ছুটির তালিকা প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই তালিকা অনুযায়ী এ বছর পর্ষদের অধীনে থাকা স্কুলগুলিতে ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১ জুন। তাই সেক্ষেত্রে গরমের ছুটি কমতে পারে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের এক সূত্র। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি পর্ষদ। তাই ছুটি কমা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ছুটি শেষ হওয়ার আগেই খুলে যাওয়ার কথা স্কুল। কিন্তু সেক্ষেত্রেও আবার শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্কুল খুলবে, নাকি সব শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা।
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে জানিয়েছেন, “স্কুল ছুটি থাকলে মাধ্যমিক পরীক্ষা হবে কি করে? তাই ছুটির তালিকা অবিলম্বে সংশোধন করে নতুন নির্দেশিকা জারি করার দাবি জানাচ্ছি পর্ষদের কাছে।” যদিও এই বিষয়ে খুব শীঘ্রই নির্দেশিকা জারি করে সবকিছু পরিষ্কার করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পর্ষদের এক সূত্রের তরফে।