প্রয়াত পদ্মভূষণ সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক, ছিলেন সুলভ শৌচালয়ের জনক

প্রয়াত পদ্মভূষণ সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক, ছিলেন সুলভ শৌচালয়ের জনক

 নয়াদিল্লি: প্রয়াত বর্ষীয়ান সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক৷ তিনি সুলভ শৌচালয়ের জনক হিসাবেও পরিচিত৷ তিনি ছিলেন সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা৷ মঙ্গলবার দিল্লির একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই পদ্মভূষণ৷ বয়স হয়েছিল ৮০ বছর৷ তিনি প্রকৃত অর্থেই ছিলেন দেশসেবক।

মঙ্গলবার রাজধানী দিল্লিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই বিশিষ্ট সমাজকর্মী। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করেন৷ তড়িঘড়ি তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই সমাজকর্মী। বিন্দেশ্বরের কাছে, সভ্য সমাজ গড়ার একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা। সেই পথেই আজীবন মানবাধিকার, পরিবেশের পরিচ্ছন্নতা, শক্তির অপ্রচলিত উৎস এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে গিয়েছিল। তাঁর প্রতিষ্ঠান সুলভ গোটা দেশে প্রায় সাড়ে পাঁচ কোটি সরকারি শৌচালয় তৈরি করেছে৷ পাশাপাশি ঘরে ঘরে ব্যবহারের জন্য প্রায় দেড় কোটি শৌচালয় তৈরি করেছে বিন্দেশ্বরের সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =