কলকাতা: একদিকে বাংলা মাথা তুলে দাঁড়াচ্ছে, অন্যদিকে একদল বহিরাগত এসে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে! সাংবাদিক বৈঠক করে নাম না নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, বাংলার মানুষের জনজীবনে শান্তি এবং সুখের পরিবেশ তৈরি করা হয়েছে, তখন নতুন করে এই শান্তির পরিস্থিতি বিঘ্নিত করার জন্য, এই উন্নয়নের প্রয়াসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য একদল বহিরাগত তাদের স্থানীয় এজেন্টদের মাধ্যমে উদগ্রীব হয়ে উঠেছে।
সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেন, সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে যে ভাষায় এবং যে পদ্ধতিতে বাংলার সাংস্কৃতিক পরিস্থিতি কলুষিত করা হচ্ছে, তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তিনি দাবি করেন, বাংলায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙ্গার চেষ্টা চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে সুখেন্দু শেখরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন রাজ্যে চরম অশান্তির পরিস্থিতি ছিল। পাহাড় এবং জঙ্গলমহল অশান্ত ছিল। সেই পরিস্থিতিকে সামাল দিয়ে গোটা রাজ্যে স্থিতাবস্থা ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নে তৃণমূল সরকারের মূল এজেন্ডা বলে দাবি তাঁর। আর এই পরিপ্রেক্ষিতেই নাম না করে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে একজন বহিরাগত, পশ্চিমবঙ্গের শান্ত এবং স্বাভাবিক জনজীবন বিঘ্নিত করাই তাদের একমাত্র লক্ষ্য। সুখেন্দু কথায়, বাংলাকে কোনভাবেই গুজরাট বানাতে দেওয়া যাবে না।
প্রসঙ্গত, দিলীপ ঘোষ সম্প্রতি দাবি করেছেন, বিজেপিকে বাংলায় একবার সুযোগ দেওয়া হলে তারা বাংলাকে গুজরাট বানিয়ে ছাড়বেন। গুজরাটের মত প্রগতি বাংলার মানুষ চায়, তাই বাংলাকে গুজরাট বানানো হবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ দিন বিজেপিকে আক্রমণ করেন সুখেন্দু। দাবি করেন, শুধুমাত্র অশান্তি এবং উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। এরা কেউ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানে না, তাই বাংলার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, সেই কারণেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙ্গার চেষ্টা করছে। কিন্তু বিজেপিকে সফল হতে দেওয়া যাবে না। উল্লেখ্য, গতকাল থেকেই অমিত শাহের নির্দেশে দিল্লির ৫ জন নেতা বাংলার নির্বাচনের দায়িত্ব পেয়েছেন। এই প্রসঙ্গে সুখেন্দু দাবি করেন, এরা কেউই বাংলাকে চেনে না, তাদের সঙ্গে এতদিন বাংলার যোগাযোগ ছিল না। এখন শুধুমাত্র ভোটের জন্য তারা বাংলার প্রতি আবেগ দেখাচ্ছে। এক কথায়, বিজেপি তথা অমিত শাহের পঞ্চপান্ডবকে নিশানা করেছেন তিনি।