বিজেপির টার্গেট হওয়া উচিত পাকিস্তান বা চীন! গুজরাট মডেল কেউ চায় না: সুখেন্দু

প্রত্যক্ষ এবং পরোক্ষ দু'ভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

0dfaa46383368fd29f29f5cd1d35553f

 

কলকাতা: প্রত্যক্ষ এবং পরোক্ষ দু’ভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এদিন, তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি প্রথমেই বলেন, একদল বহিরাগত এসে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, বাংলার শান্ত এবং সাংস্কৃতিক পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্য তাদের। এক্ষেত্রে তিনি যে অমিত শাহের ‘পঞ্চপান্ডব’ নেতাদের কথা বলেছেন তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এই প্রেক্ষিতে নাম না করে নিশানা করলেও, পরবর্তী ক্ষেত্রে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন শুখেন্দু শেখর রায়। বলেন, বিহার নির্বাচনের পর বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এবার নাকি তাদের টার্গেট বাংলা! কিন্তু বিজেপির আসল টার্গেট হওয়া উচিত পাকিস্তান কিংবা চীন, বাংলাকে কেন তারা নিশানা করছে এটা তিনি বুঝতে পারছেন না।

এদিন সাংবাদিক বৈঠকে সুখেন্দু বলেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে, কিন্তু বিজেপি এই পরিকাঠামো গ্রাহ্য করে না। তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে অচলাবস্থার সৃষ্টি করতে চাইছে। এই দেশে গণতান্ত্রিক প্রথম নির্বাচন হয়, সে ক্ষেত্রে কাউকে এইভাবে নিশানা করা যায় না। কিন্তু বিজেপি যেটা করছে, তার কারণ তারা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানে না, রাজ্যের শান্ত এবং সুরক্ষিত পরিবেশ নষ্ট করে দিতে চায়। এই প্রেক্ষিতে বিজেপির ‘বহিরাগত ব্রিগেড’কে আক্রমণ করেন তিনি। সুখেন্দু কথায়, বিজেপির তরফে যে দল বাংলায় পাঠানো হয়েছে, তারা কেউই বাংলাকে চেনে না, তাদের সঙ্গে বাংলার কোন সম্পর্কই নেই। তারা শুধুমাত্র এখানে অশান্তির সৃষ্টি করার জন্য এসেছে। এমনকি পরবর্তী ক্ষেত্রে রাজ্যে ঘোড়া কেনাবেচা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন সুখেন্দু।

সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, সুযোগ পেলেই তারা বাংলাকে গুজরাট বানাবেন। এ রাজ্যে নাকি উন্নয়ন নেই, গুজরাট মডেলের নিরিখে বাংলায় উন্নয়ন করা হবে। এই প্রসঙ্গে সুখেন্দু শেখরের দাবি, বাংলার মানুষ গুজরাট মডেল চান না, কিন্তু বিজেপি রাজ্যের শান্ত পরিবেশ নষ্ট করে এখানে উস্কানি ছড়াতে চাইছে। সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেন, সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে যে ভাষায় এবং যে পদ্ধতিতে বাংলার সাংস্কৃতিক পরিস্থিতি কলুষিত করা হচ্ছে, তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তিনি দাবি করেন, বাংলায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙ্গার চেষ্টা চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে সুখেন্দু শেখরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন রাজ্যে চরম অশান্তির পরিস্থিতি ছিল। পাহাড় এবং জঙ্গলমহল অশান্ত ছিল। সেই পরিস্থিতিকে সামাল দিয়ে গোটা রাজ্যে স্থিতাবস্থা ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নে তৃণমূল সরকারের মূল এজেন্ডা বলে দাবি তাঁর। আর এই পরিপ্রেক্ষিতেই নাম না করে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে একজন বহিরাগত, পশ্চিমবঙ্গের শান্ত এবং স্বাভাবিক জনজীবন বিঘ্নিত করাই তাদের একমাত্র লক্ষ্য। সুখেন্দু কথায়, বাংলাকে কোনভাবেই গুজরাট বানাতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *