নয়াদিল্লি: তিহাড়ে হঠাৎ অসুস্থ গরু পাচার মামলায় ধৃত জেলবন্দি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, তিনি অসুস্থ বোধ করায় তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, বুধবার অবশেষে প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করার সুযোগ পান সুকন্যা। জেলবন্দী বান্ধবার সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন সুতপা। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যা মণ্ডলকে হাজিরার জন্য আনা হয়েছিল। তখনই তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়। এজলাসের এক কোণায় একান্তে দীর্ঘক্ষণ আলাপচারিতার সুযোগ দেওয়া হয় দুই বান্ধবীকে।
গরু পাচার মামলায় কেষ্ট কন্যা যখন তিহাড় জেলে যাত্রা করেন, তখন হাউ হাউ করে কেঁদেছিলেন তাঁর প্রিয় বান্ধবী সুতপা। সুকন্যা যখন দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন, সেই সময়ও তাঁর সঙ্গে ছিলেন সুতপা। তিনি এও বলেছিলেন, “আমাকেও গ্রেফতার করে নিন। তাহলে অন্তত একসঙ্গে থাকতে পারব।” সুকন্যা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, সেই আবেদন এখনও না-মঞ্জুর। বান্ধবীর সঙ্গে প্রতিদিন ১০ মিনিট করে ফোনে কথা বলার আর্জিও জানিয়েছিলেন কেষ্ট কন্যা। কিন্তু, তাঁকে সেই অনুমতিও দেয়নি আদালত৷
বহু আবেদন-নিবেদনের পর অবশেষে সুতপার সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে খানিক স্বস্তিতে কেষ্ট কন্যা। সূত্রের খবর, এদিন দীর্ঘ আলাপচারিতায় সুকন্যা বান্ধবীর শারীরিক অবস্থার কথা জানতে চান। কারণ সুতপা দীর্ঘদিন ধরেই ক্যানসার আক্রান্ত। তাঁর চিকিৎসার যাবতীয় খরচও এতদিন জুগিয়েছেন সুকন্যাই। ফলে তিনি জেলবন্দি হওয়ার পর থেকেই বান্ধবীর জন্য উতলা ছিল তাঁর মন।
এদিকে, এদিন গরু পাচার মামলায় অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি জানায় ইডি। সেই আর্জি মেনে সকল অভিযুক্তকেই আগামী ১৮ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।