কলকাতা: একুশের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি মাফিক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে একাধিকবার আক্রমণ শানিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি৷ বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। ভোট বাক্স ভরাতেই এই প্রকল্প চালু করা হয়েছিল বলে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। কিন্তু, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটার কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ মঙ্গলবার পাণ্ডুয়ায় একটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, তাঁর দল রাজ্যে ক্ষমতায় এলে নারায়ণ ভাণ্ডার নামে প্রকল্প চালু করবে। সেখানে পাঁচশো টাকার জায়গায় দু’হাজার টাকা করে দেওয়া হবে।
সুকান্ত নারায়ণ ভাণ্ডারের প্রস্তাব দিতেই আসরে নামে শাসকদল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এক সময় রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তীব্র বিরোধিতা করেছিল বিজেপি। আজ ওরাই সেই প্রকল্পটি নকল করতে চাইছে। ওদের দ্বিচারিতা স্পষ্ট। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে নারায়ণ ভাণ্ডার নাম দিয়ে ওরা মহিলাদের অপমান করছে।
এদিকে, হুগলির এই বৈঠক থেকেও দলে গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বিজেপি’র রাজ্য সভাপতি। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল থেকে মোবাইলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না ছড়িয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রচার চালান।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>