sukanta
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু আয়ের উৎসই নয়, তিনি যে ফোন ব্যবহার করেন, যে শাড়ি পরেন, সেই টাকা কোথা থেকে আসে তাও জানতে চান তিনি। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অ্যাপলের আইফোন দেখেছেন সকলেই৷ যার দামও বেশ খাসা। পায়ে ‘চটি পরা নেত্রীর’ ভাবমূর্তির সঙ্গে এই দামি ফোন একেবারেই বেমানান। তা নিয়েই প্রশ্ন তুললেন সুকান্ত৷
মঙ্গলবার সুর চড়িয়েই সুকান্ত বলেন, ‘‘মমতার হাতে যে অ্যাপলের ফোনটা আছে, সেটা কোথা থেকে কিনেছেন? তিনি যদি ভাতা নাই নিয়ে থাকেন, তাহলে কি বিনামূল্যে কেউ তাঁকে এই ফোনটা দিয়েছেন? এখনকার দিনে কেউ যদি কাউকে ফ্রিতে কিছু দেয়, তাহলে স্বার্থ রয়েছে।’ সুকান্ত মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর শাড়ি নিয়েও৷ তাঁর কথায়, মুখ্যমন্ত্রী যে ধরনের শাড়ি পরেন, সেরকম শাড়ি বাংলায় পাওয়া যায় না। তাঁর দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা শাড়ি পরেন। ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবেন আমায়? আমি চ্যালেঞ্জ করছি, ওই শাড়ি বাংলার বাজারে মিলবে না।’’
সুকান্তকে পাল্টা আক্রমণও করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা অনুচিত বলে মন্তব্য করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।তোপ দেগে ফিরহাদ বলেন, “মোদীজী ১০ লক্ষ টাকার স্যুট কার টাকায় পরেন? মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। তাঁকে বাংলার মানুষ তিনবার নির্বাচিত করেছে৷ সুকান্ত মজুমদার সার্টিফিকেট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে?”