‘রাজনীতি চাই না, দ্রুত নিয়োগ হোক’, SSC চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চে বললেন সুকান্ত

‘রাজনীতি চাই না, দ্রুত নিয়োগ হোক’, SSC চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চে বললেন সুকান্ত

88a11c473aceb2be9ff6a6f5ee5839ba

কলকাতা: অবিলম্বে নিয়োগের দাবিতে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সমাবেশ৷ চাকরি প্রার্থীদের সেই অবস্থান মঞ্চে পৌঁছলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি৷ সুকান্ত বলেন, রাজনীতি চাই না, দ্রুত নিয়োগ হোক৷ 

আরও পড়ুন- সিনিয়র অ্যাসোসিয়েট- কর্পোরেট ফিনান্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি

এসএসসি চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০১৬ সালে তাঁরা পরীক্ষায় বসেছিলেন৷ ২০১৮ সালে ফল প্রকাশিত হয় এবং তাঁরা পাশ করেন৷ কিন্তু মেধা তালিকায় পাহারপ্রমাণ দুর্নীতি হয়েছে৷ যাঁরা পাশ করতে পারেননি তাঁরাও আজ চাকরি করছেন৷ ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনেও অনশনে বসেছিলেন এই চাকরি প্রার্থীরা৷ ২৯ দিন অনশনের পর মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত হন এবং দ্রুত নিয়োগের আশ্বাস দেন৷ তিনি বলেছিলেন, প্রয়োজনে আইনের পরিবর্তন এনেও চাকরি দেওয়া হবে৷ কিন্তু ২ বছর অতিক্রান্ত হওয়ার পরেও চাকরি মেলেনি৷ প্রতিবাদে ১৮৭ দিন ধরে সল্টলেকে ধর্না-অনশন চলে৷ গান্ধী মূর্তির পাদদেশে এই অনশন বিক্ষোভ আজ ৩৪ দিনে পা দিল৷ তাঁদের কর জোড়ে আর্জি, ২০১৯ সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেটা পালন করুন৷

এদিন সুকান্ত মজুমদার বলেন, যাঁরা ন্যূনতম নম্বরটুকু পাননি তাঁদের চাকরি দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজের দেওয়া প্রতিশ্রুতিই রাখেননি৷ রাজ্য সরকারের প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সংশয় রয়েছে৷ শিক্ষামন্ত্রী কখনও বলছেন ৫ হাজার শিক্ষক নিয়োগ হবে, কখনও বলছেন ১৫ হাজার নিয়োগ হবে, কতটা নিয়োগ হবে নিজেই জানে না সরকার৷ তাঁর কথায়, আমরা কোনও রাজনীতি চাই না৷ আমরা চাই তাঁরা শিক্ষক হিসাবে স্কুলে যাক৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার ভিডিয়োও তুলে ধরেন বঙ্গ বিজেপি সভাপতি৷

তিনি বলেন, নিয়োগ নিয়ে হাইকোর্টেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এসএসসিকে৷ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করা উচিত৷ পাশাপাশি চাকরি প্রার্থীদের সব রকম আইনি সহায়তার আশ্বাসও দেন সুকান্ত৷ তিনি বলেন, যে ভাবে হবু শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে তা রাজ্যের জন্যেও অত্যন্ত নেতিবাচক৷ শুভেন্দু অধিকারীর নেতৃ্ত্বে গোটা বিষয়টি বিধানসভা তুলে ধরার কথাও বলেন সুকান্ত৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *