2500 Crore
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন ওদুবাই সফরে সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বিদেশের মাটি থেকে রাজ্যে বিনিয়োগের কথাও ঘোষণা করেন তিনি৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও আমন্ত্রিত ছিলেন দাদা৷ সৌরভকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের ঘনিষ্ঠতা বাড়তেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্প স্থাপন নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের জমিনীতির সমালোচনা করেন সুকান্ত৷ সেই সময়ই সৌরভকে বিঁধে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ২৫০০ কোটি টাকায় কী ধরণের ইস্পাত শিল্প হয় জানা নেই।
এর পর সুকান্ত আরও বলেন, ‘‘২৫০০ কোটি টাকায় ইস্পাত শিল্প হয় না। শিল্প করতে গেলে অন্তত ২৫ – ৩০ হাজার কোটি টাকা লাগে। পেরেক তৈরির কারখানা হলে আলাদা ব্যাপার। রাজ্যের মানুষ বুঝে গিয়েছে, এই সরকার শিল্প করতে পারবে না। এদের জমি নীতি নেই। শিল্প হবে কোথা থেকে?’’