sukanta majumdar
কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে তুমুল অশান্তি৷ এরই মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মাটিতে পড়ে যান তিনি। বেশ কিছু ক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকেন। এর পর তড়িঘড়ি তাঁকে গাড়িতে তুলে বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷
সন্দেশখালি ঢোকার পথে ১৯টি জায়গায় বুধবার সকাল থেকে নতুন করে ১৪৪ ধারা জারি করে পুলিশ-প্রশাসন। এদিকে, সুকান্ত মজুমদাররা জানান তাঁরা সন্দেশখালিতে সরস্বতী পুজো করবেন৷ পথে পুলিশের বাধা দিলে, যেখানে পারবেন সেখানেই বাগদেবীর আরাধনা শুরু করবেন। যথারীতি সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন তিনি৷ এবং ইছামতির পাড়ে সরস্বতী বন্দনা করেন৷ এরপর সন্দেশখালি যেতে চাইলে পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে বিজেপি কর্মীদের। কথা কাটাকাটির মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন বিজেপি’র রাজ্য সভাপতি। তাঁর হাত ধরে টানতে দেখা যায় মুখ ঢাকা এক মহিলাকে৷ চরম অশান্তির মাঝেই আচমকা তিনি পড়ে যান। খানিক ক্ষণ রাস্তায় নিস্তেজ হয়ে পড়ে থাকেন বালুরঘাটের সাংদ। তড়িঘড়ি অসুস্থ সুকান্তকে গাড়িতে তুলে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷