খুলছেন না চোখ, সারা শরীরে ব্যথা, কলকাতার হাসপাতালে কেমন আছেন সুকান্ত?

খুলছেন না চোখ, সারা শরীরে ব্যথা, কলকাতার হাসপাতালে কেমন আছেন সুকান্ত?

sukanta majumdar

টাকি: সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁক নিয়ে আসা হয় কলকাতায়৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিউরোলজি বিভাগে ভর্তি করানো হয়েছে বালুরঘাটের সাংসদকে। এখন কেমন আছেন সুকান্ত? 

হাসপাতাল সূত্রে খবর, সুকান্তের সিটি স্ক্যান করা হয়েছে৷ সেই রিপোর্ট এখনও হাতে আসেনি৷ এমআরআই-ও করা হবে তাঁর৷ এখন পরিস্থিতি স্থিতিশীল হলেও, ঠিক মতো কথা বলতে পারছেন না তিনি। পুলিশের গাড়ির বনেটের উপর থেকে পড়ে যাওয়ায় চোট পেয়েছেন৷ সারা শরীরেই ব্যথা রয়েছে৷ এই ঘটনার সময় তাঁর সঙ্গেই ছিলেন বিজেপি নেত্রী তথা চিকিৎসক অর্চনা মজুমদার৷ তিনি জানান, অ্যাম্বুল্যান্সে এতটা পথ আসার সময় এক বারও চোখ খোলেননি সুকান্ত। তাকানোর মতো ক্ষমতাই ছিল না তাঁর। কোমরে ও বুকে চোট পেয়েছেন তিনি৷ গাড়িতে অক্সিজেন সাপোর্ট দিয়ে কলকাতায় আনা হয়৷ দেওয়া হয় ফ্লুইড৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 11 =