ফের সন্দেশখালির পথে সুকান্ত, দল বেঁধে ‘নয়’, ধামাখালিতে আটকাল পুলিশ

ফের সন্দেশখালির পথে সুকান্ত, দল বেঁধে ‘নয়’, ধামাখালিতে আটকাল পুলিশ

sukanta 

কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়৷ সেখানে তিনদিন ভর্তি ছিলেন বালুরঘাটের সাংসদ৷ সেই ঘটনার আট দিন পর ফের সন্দেশখালির পথে সুকান্ত৷ কিন্তু ধামাখালিতে ফের তাঁকে আটকানো হয়৷ সুকান্ত জানান, তিনি ধৃত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে চান৷  পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে তাঁর৷। সুকান্ত দলবল নিয়ে সন্দেশখালি যেতে চাইলেপুলিশ জানায়, সেখানে তিনি একা যেতে পারেন। দলবল নিয়ে যাওয়া যাবে না৷ তবে তিনি সঙ্গে করে নিরাপত্তারক্ষীদের নিয়ে যেতে পারবেন। সুকান্ত নিরাপত্তারক্ষী ছাড়াও এক জন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে সন্দেশখালিতে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে যাওয়ার অনুমতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 4 =