তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছেন, কত দিন বিজেপি গার্ড করবে?’’ ইডি বেরতেই শুভেন্দুকে খোঁচা সুজিতের

তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছেন, কত দিন বিজেপি গার্ড করবে?’’ ইডি বেরতেই শুভেন্দুকে খোঁচা সুজিতের

sujit

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের বাড়িতে হানা গেয় ইডি৷ তাঁর দুই বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে মন্ত্রীর বাড়ি ছাড়েন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা৷ তাঁরা বেরতেই বেরিয়ে আসেন সুজিত। অনতিদূরে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে ফিরে আসেন নিজের ক্লাব, শ্রীভূমি স্পোর্টিংয়ে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে একাধিক কর্মসূচি ছিল। কিন্তু সাত সকালেই ইডি বাড়িতে চলে আসায় সব কর্মসূচিই স্থগিত করতে তিনি বাধ্য হন৷ এর পরই মন্ত্রী বলেন, ‘‘সকাল ৭টায় ছেলে এসে বলল, বাবা বাড়িতে ইডি এসেছে। আমি বললাম, ঠিক আছে, নীচে বসতে বলো।’’

সুজিতের বাড়িতে ইডি হানা দিতেই কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী৷ বলেছিলেন, ব্যাগ গোছাতে শুরু করুন৷ শীতের পোশাক রাখারও পরামর্শ দেন৷ ইডি চলে যেতেই পাল্টা জবাব দেন সুজিত৷ অনুগামীদের সামনে তিনি বলেন, ‘‘একটা কথা আপনারা মনে রাখবেন, কর্মক্ষেত্রে যদি কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে।’’ সেই সঙ্গে খোঁচা দিয়ে বলেন, ‘‘কাল চার দিনের জন্য গঙ্গাসাগরে যাচ্ছি। শীতের পোশাক আমি নেব। তার পর তো আমি ফিরছি। বিরোধী দলনেতা সবাইকে চোর বলছেন, আয়নায় নিজের মুখটা দেখুন! তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছেন। কত দিন বিজেপি আপনাকে গার্ড করবে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eight =