রাজঘাটে তৃণমূল কর্মীদের দিল্লি পুলিশের ‘ঠেলা’, বেরিয়ে সুজিত বললেন, ‘আমার জুতোটা মিসিং!’

রাজঘাটে তৃণমূল কর্মীদের দিল্লি পুলিশের ‘ঠেলা’, বেরিয়ে সুজিত বললেন, ‘আমার জুতোটা মিসিং!’

কলকাতা: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লির দরবারে গিয়েছে তৃণমূল কংগ্রেস৷ মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাংবাদিক বৈঠক শুরু করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, পুলিশি গুঁতোয় তা শেষ করতে পারলেন না তিনি৷ রাজঘাট থেকে তাকে সরিয়ে দিল দিল্লি পুলিশ। কার্যত তাড়া করে রাজঘাট থেকে বার করে দেওয়া হয় দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেওয়া তৃণমূলের কর্মী সমর্থকদের। এদিকে হাত্মা গান্ধীর সমাধিস্থল ধর্ণা দিতে গিয়ে জুতোটাই হারিয়ে ফেলেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন বাইরে জুতো খুলে ধর্নাস্থলে ঢুকেছিলেন সুজিত। সেখান থেকে বেরিয়ে দেখেন, জুতো নেই। তন্ন তন্ন করে খুঁজেও আর জুতো জোড়া খুঁজে পাননি সুজিত।

সংবাদমাধ্যমের সামনে খালি পায়ে এসে হাজির হন সুজিত৷ তিনি নিজেই জানান তাঁর জুতো খোয়ানোর কথা৷ সুজিত বলেন, ‘‘আমি জুতো খুলে ভিতরে গিয়েছিলাম। এখন দেখছি জুতোটা মিসিং। তবে জুতো হারালেও আমাদের আন্দোলন থামবে না৷’’ তিনি আরও বলেন, ‘‘পুলিশ আমার পায়ে বুট দিয়ে চেপে দিয়েছে।’’ পরে দেখা যায়, খালি পায়েই রাজঘাট থেকে বেরিয়ে যাচ্ছেন সুজিত৷ অন্যদিকে, রাজঘাটে ধর্ণা দিতে এসে মোবাইল ফোন হারান তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ 

১০০ দিনের কাজে টাকা না পাওয়া জব হোল্ডারদের নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার গান্ধীজয়ন্তীতে রাজঘাটকে বেছে নিয়েছিলেন তাঁরা৷ বিকেল ৩টে নাগাদ গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ধর্নায় বসে তৃণমূল। অভিষেক ছাড়াও সেখানে উপস্থউ ছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রী, বিধায়ক এবং সাংসদেরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *