প্যারোল শেষে জেলে ফিরতেই অসুস্থ ‘কালীঘাটের কাকু’! ভর্তি হলেন এসএসকেএম-এ

প্যারোল শেষে জেলে ফিরতেই অসুস্থ ‘কালীঘাটের কাকু’! ভর্তি হলেন এসএসকেএম-এ

 কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার শেষ হয় তাঁর প্যারোলের মেয়াদ৷ বাড়ি থেকে সংশোধনাগারে ফেরানোর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

সোমবার সকাল ১১টা নাগাদ ফের জেলে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে। কিন্তু সূত্রের খবর, জেলে পা রাখার পরই বমি করতে শুরু করেন তিনি। বুকেও ব্যথা অনুভব করেন৷ সংশোধনাগারের চিকিৎসক প্রাথমিক ভাবে সুজয়ের স্বাস্থ্যপরীক্ষা করে জানান, তাঁর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রায় তারতম্য ঘটেছে। বেলা ১১টা নাগাদ জেল থেকে সোজা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুজয়কে৷ 

হাসপাতাল সূত্রে খবর, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে৷ ইসিজি করার পরামর্শও দেওয়া হয়েছে। সদ্য প্রয়াত হন সুজয়ের স্ত্রী বাণী ভদ্র৷ স্ত্রীর মৃত্যুর সময় প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন সুজয়৷ সেখানেই স্ত্রীর মৃত্যুর খবর পান৷  জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করেনি কলকাতা হাই কোর্ট৷ তবে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়৷ স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য পরে প্যারোলের মেয়াদ আরও কিছু দিন বাড়িয়ে দেওয়া হয়। তবে মুক্তি দিলেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল ‘কালীঘাটের কাকু’কে৷ ১৬ জুলাই পর্যন্ত ছিল তাঁর প্যারোলের মেয়াদ৷ ১৭ জুলাই ছিল প্রেসিডেন্সি জেলে ফেরার কথা৷ কিন্তু ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =