আরামবাগ: বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগে সকলকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল। একের পর এক দলবদলে যখন কার্যত বিপর্যস্ত শাসক শিবির, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে যেন নতুন অক্সিজেনের জোগান দিয়েছিলেন তিনি। তার ফলটাও পেয়েছেন হাতেনাতে। একুশের ভোটে আরামবাগ থেকে তাঁকেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল।
আরামবাগের মানুষ জিতিয়ে আনলে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেবেন, এদিন এমনটাই মন্তব্য করেছেন ঘাসফুল নেত্রী সুজাতা মন্ডল। আজ বুধবার তারকেশ্বরের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন সৌমিত্র খাঁর স্ত্রী। তার আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে সুজাতা দেবী জানিয়েছেন, আরামবাগের নেত্রী নয়, ঘরের মেয়ে হয়ে উঠতে চান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়েই যে একুশের ভোটে লড়ছেন, এদিন তাও স্পষ্ট করে দেন একদা ভারতীয় জনতা পার্টির হয়ে গলা ফাটানো সুজাতা মন্ডল।
বস্তুত, আরামবাগে ঘাসফুল শিবিরে নতুন প্রার্থীকে নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। সূত্রের খবর, সেখানে সুজাতা দেবীর জন্য বাড়ি ভাড়ার বন্দোবস্ত করাও শুরু হয়ে গিয়েছে। অবশ্য তৃণমূল প্রার্থী জানিয়েছেন আরামবাগের প্রতিটি বাড়িই তাঁর ঘর। ঘরের মেয়ে হয়ে সুখে দুঃখে মানুষের পাশে থাকাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। এ প্রসঙ্গে আরামবাগের পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী জানান, “সুজাতা মন্ডলকে দিদি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন, এতে আমরা খুশি। ওঁর জন্য ভাড়াবাড়ি দেখা শুরু হয়েছে। বুধবার এখানে এসে পৌঁছবেন তিনি।”
উল্লেখ্য, দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার পরে রীতিমতো বিদ্রোহ শুরু হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে। এবছর মূলত টলিউড তারকাদের জনপ্রিয়তায় ভর করেই ভোট বৈতরণী পার করতে চাইছে শাসকদল। প্রার্থী তালিকায় তাই তারকাদের ভিড়ে জায়গা হয়নি অনেক হেভিওয়েট নেতা নেত্রীরও। এমতাবস্থায় অনেকেই অসন্তোষ প্রকাশ করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তবে সুজাতা মন্ডলটকে নিয়ে আরামবাগের তৃণমূলে যে আপাতত কোনো অসন্তোষ নেই, তা পরিষ্কার।