হাসপাতালে পরিচালক অগ্নিদেব! ‘ওঁর জন্য প্রার্থনা করবেন’, আর্জি সুদীপার

হাসপাতালে পরিচালক অগ্নিদেব! ‘ওঁর জন্য প্রার্থনা করবেন’, আর্জি সুদীপার

sudipa

কলকাতা: হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন কয়েক তাঁর অসুস্থতার খবর শোনা যাচ্ছিল৷  পুজোর সময়েই শোনা গিয়েছিল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বাইপাস সার্জারি হবে৷ স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত ছিলেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়৷ এরই মধ্যে জানা গেল, লক্ষ্মীপুজোর দিন নাকি অসুস্থ হয়ে পড়েন অগ্নিদেব৷ বুকে ব্যথা অনুভব করেন পরিচালক। সঙ্গে বমিও হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ আজ, সোমবারই হবে অস্ত্রোপচার।

চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ধমনীতে ব্লকেজ রয়েছে৷  তাঁর হৃদযন্ত্রে বাইপাস হার্ট সার্জারির প্রয়োজন রয়েছে। স্বামীর অসুস্থতায় উদ্বিগ্ন সুদীপা। অনুরাগীদের কাছে তাঁর কাতর আর্জি, সকলে যেন তাঁর স্বামীর জন্য প্রার্থনা করেন। ইনস্টাগ্রামে  সুদীপা লিখেছেন, ‘‘আমার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় হাসপাতালে বাইপাস সার্জারির জন্য ভর্তি হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করবেন।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =